Home Ghatal Live Ghatal : কারও মাথায় চড়ে, কোথাও নৌকা কিংবা সাইকেলে চড়ে বন্যা পার...

Ghatal : কারও মাথায় চড়ে, কোথাও নৌকা কিংবা সাইকেলে চড়ে বন্যা পার হল কালী, কালী পুজোতেও রক্ষা পেলনা ঘাটাল !

68
0

ঘাটাল: দুর্গাপুজোতে ডুবে ছিল ঘাটাল ৷ সেবার মানুষের মাথা গোঁজার ঠাই পর্যন্ত ছিলনা ৷ পুজো-যেনো বিলাসিতা মনে হচ্ছিল সম্প্রতির দুর্গোত্সবে ৷ পরে লক্ষীপুজোতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল ৷ কিন্তু রুষ্ট প্রকৃতি ফের শুকোতে থাকা ঘাটালকে ডুবিয়ে দিল দানা ঘুর্ণিজনিত বর্ষণ৷ কালীপুজোতে ঘাটাল পৌর এলাকারই মোট ১৭ টি ওয়ার্ডের ১২ টি জলের তলায় ৷ কোথাও হাঁটুজল তো কোথাও মানুষের গলা ডুবে যাওয়া জল ৷ এই পরিস্থিতিতেও কালীপুজো যথাসাধ্য হল ঘাটালে ৷ তবে কোথাও মাথায় করে, কোথাও নৌকাতে বা কোথাও সাইকেলে চাপিয়ে প্রতিমাকে বন্যা পার করাতে হল বৃহস্পতিবার দিনভর ৷

বন্যার জল পেরিয়ে মাথায় ঠাকুর নিয়ে মণ্ডপের পথে কোথাও বা ডিঙি চড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমা। দীপাবলি উৎসবের মাঝে ভাসছে ঘাটাল শহর ও গ্রামীণ এলাকা। দুর্ভোগে পড়েছেন পুজো কমিটি গুলি, ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৃৎশিল্পী থেকে  ব্যবসায়ীরা। ঘাটালের স্থানীয় বাসিন্দা সুদীপ সামন্ত বলেন- “আমার ছোটোবেলা থেকে দেখেছি কালীপুজোর সময় কখনো বন্যা হয় নি । এই প্রথম দেখলাম দুর্গাপুজোর পরে কালীপুজোটাও জলমগ্ন রইলো ঘাটাল”৷ এক প্রতিমা বিক্রেতা কার্তিক মন্ডল বলেন-“ প্রতিমা কিনতেও খুব একটা আগ্রহ নেই প্লাবিত মানুষের ৷ কারন কেউই ভালো নেই এই পরিস্থিতিতে ৷ যারা কিনছেন তারা নিয়ে যেতেও সমস্যাতে পড়ছেন ৷ ”



এখনো পর্যন্ত ঘাটাল পৌরসভার ১৭ টি ওয়ার্ড এর মধ্যে ১২ টি ওয়ার্ড প্লাবিত, প্লাবিত একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা। ঘাটাল শহরের নিচু এলাকাগুলিতে  ডুবে রয়েছে রাস্তাঘাট চলছে নৌকো। ঘাটাল শহরের  বিস্তীর্ণ বিভিন্ন এলাকা এলাকা ডুবে থাকায় অনেক পুজোয় বন্ধ রয়েছে।



অনেক পুজো কমিটি উঁচু জায়গায় নম নম করে পুজো সারছেন। আর বন্যার কারণে পুজো বন্ধ হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন মৃৎশিল্পী থেকে ব্যবসায়ীরা।দীপাবলি আলোর  উৎসবের মাঝে জল যন্ত্রণার মাঝে চরম দুর্ভোগে ঘাটাল বাসি।

Previous articleMedinipur election : সন্ধ্যার পর মেদিনীপুরের রাস্তায় কংগ্রেস ও তৃণমূল প্রার্থী মুখোমুখি, করমর্দন করে খোশ গল্পে বিভোর
Next articleMedinipur : মেদিনীপুরে বিজেপির কার্যালয় ভাঙচুর করে আগুন লাগানোর ঘটনা রাতে, চন্দ্রকোনায় তছনছ তৃণমূল কার্যালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here