Home Medinipur Live Medinipur: কাজ বন্ধ করছি না ! কম্বল জড়িয়ে ধর্না অবস্থানে বসলেন জুনিয়র...

Medinipur: কাজ বন্ধ করছি না ! কম্বল জড়িয়ে ধর্না অবস্থানে বসলেন জুনিয়র ডাক্তাররা

58
0

মেদিনীপুর: শনিবার রাত থেকেই তাদের ওপরে থাকা সাসপেনশন অর্ডার প্রত্যাহারের দাবি করে ধর্না অবস্থান শুরু করেছে জুনিয়র ডাক্তাররা। মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে ছাত্রছাত্রীরা পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বসে পড়েছে। শীতের রাতে ঠান্ডা মেঝের ওপর মোটা আসন পেতে কম্বল জড়িয়ে ধর্নায় বসেছেন তারা। তবে ধর্নায় রয়েছে জুনিয়র ডাক্তারদের ছোট্ট একটি অংশ মাত্র। বাকি জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসক সকলেই কাজে রয়েছেন হাসপাতালে। তাই মেদিনীপুর হাসপাতালে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে খামতি নেই। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানালেন-” আমরা সাসপেনশন প্রত্যাহারের দাবিতে এই ধারণা করছি। তবে কোন কর্মবিরতি করছি না।”



ইতিমধ্যেই সিআইডি তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আরও একজনকে সাসপেন্ড করা হয়েছে। সব মিলিয়ে এই জুনিয়র ডাক্তার ৭ জন ও সিনিয়র ডাক্তার ৬ জন নিয়ে মোট ১৩ জন সাসপেন্ড হয়েছে এই কাণ্ডে। উপরি পাওনা হিসেবে সিআইডির পক্ষ থেকে অনিচ্ছাকৃত মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। তারপর থেকেই প্রবল চাপে মেদিনীপুর মেডিকেল কলেজের এই অংশের জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসকরা। এরপরেই জুনিয়র চিকিৎসকরা তাদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের মাধ্যম দিয়ে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল সহ বিভিন্ন বিভাগীয় দপ্তরে চিঠি পাঠিয়েছে শনিবার রাতেই। এরপর রাত দশটা থেকে সেই দাবিতে ধরনা অবস্থান শুরু করছেন তারা মেদিনীপুর মেডিকেলের সামনে।


রবিবার বেলা বারোটাতেও অনুরূপ চিত্র। পাকার ঠান্ডা মেঝের ওপর মোটা আসন বিছিয়ে জন কুড়ি জুনিয়র ডাক্তার ধরনা অবস্থান করছেন। নিজেদের দাবী সম্বলিত পোষ্টার প্ল্যাকার্ড নিজেরা হাতে করে লিখে মাঝেমধ্যে স্লোগান দিতে দেখা গিয়েছে। আর তাদের উপর নজরদারি রেখে সামনেই রয়েছে সংবাদ মাধ্যম। সাথে দরজার বাইরে মোতায়েন রয়েছে পুলিশবাহিনী।




আন্দোলনরত এই জুনিয়র চিকিৎসকদের দাবি-“এই কাণ্ডে জুনিয়র ডাক্তাররা কোনভাবেই দোষী হতে পারে না। ঔষধের ত্রুটির ব্যবস্থা না নিয়ে এই সাসপেন্ড করাটা অন্যায়। আমরা রোগীদের ভালো করার চেষ্টা করেছিলাম। তাই যতক্ষণ না আমাদের অন্যায় ভাবে করা সাসপেনশন প্রত্যাহার হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। তবে আমরা কর্মবিরতি সেভাবে করছি না। অনেকেই কাজ করছেন। সিনিয়র চিকিৎসকরা কাজ করছেন। জরুরী প্রয়োজনে আমরা এখান থেকে গিয়ে তাদের সহযোগিতা করব।”

YouTube player

তবে রবিবার ছুটির দিন থাকায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর বন্ধ থাকলেও এমার্জেন্সি পরিষেবা সহ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সমস্ত পরিষেবা স্বাভাবিক। রোগীরা স্বাভাবিক পরিষেবা পেয়েছেন সকাল থেকেই।

Previous articleMedinipur hospital: সাসপেন্ড ও সিআইডি-র মামলার তালিকা হাতে পেতেই উত্তেজনা জুনিয়র ডাক্তারদের মধ্যে, এলো জাতীয় মহিলা কমিশন
Next articleCID investigation : ফের সিআইডি ! সুপার প্রিন্সিপালের সঙ্গে কথা বলে সোজা ঢুকলেন নার্সিং হোস্টেলে, সঙ্গে ক্যামেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here