Home Medinipur Live Junior doctors:কর্ম বিরতি নয়! দ্বিধা বিভক্ত হয়ে গেল জুনিয়র ডাক্তাররা। তাদের অভিযোগ...

Junior doctors:কর্ম বিরতি নয়! দ্বিধা বিভক্ত হয়ে গেল জুনিয়র ডাক্তাররা। তাদের অভিযোগ রোগীর মৃত্যু হয়েছে “স্যালাইনে”

55
0

মেদিনীপুর: মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন জুনিয়র চিকিৎসক সহ ১২জন চিকিৎসকে সাসপেন্ড করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এরই প্রতিবাদের জুনিয়র ডাক্তাররা বৃহস্পতিবার রাতে কর্ম বিরতি ডাক দিয়েছিল। কিন্তু তাতে সমর্থন দিল না বেশিরভাগ জুনিয়র ডাক্তার । চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রইল মেদিনীপুর হাসপাতালে। নিজেদের পরিস্থিতি বুঝতে গোপন ভোটাভুটি করেও সমর্থন আদায় করতে পারল না জুনিয়র ডাক্তাররা। তবে এরপর শুক্রবার রাতে সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়ে দিলেন-“রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে স্যালাইনের কারণে। সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন ঘটনার দিনে। যারা জুনিয়র চিকিৎসক বলে বলা হচ্ছে। তারাও এক প্রকার সিনিয়র হয়ে গিয়েছেন। আমাদের উপরে ওঠা অভিযোগ ভিত্তিহীন।”

জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড কাণ্ডের প্রতিবাদে আন্দোলন কর্মসূচি নিয়েও পিছপা হতে হচ্ছে সংগঠনকে। সমস্ত জুনিয়র ডাক্তার এতে সমর্থন দিচ্ছেন না। শুক্রবার রাতে দীর্ঘক্ষণ বৈঠকের পর নিজেদের মধ্যে গোপন ভোটাভুটি পর্যন্ত করেছেন মেদিনীপুর মেডিকেল কলেজের ১২০ জন জুনিয়র চিকিৎসক। তাতেও সমর্থন পাচ্ছেন না বড় আন্দোলনের সমর্থনে।

শেষমেষ সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়ে দিলেন-“এই ঘটনার জন্য জুনিয়র চিকিৎসকরা কোনভাবেই দায়ী নয়। এমনকি ঘটনার দিনে সিনিয়র চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। এমন অনেক অপারেশন তারা করার অভিজ্ঞতা রয়েছে। যারা অপারেশন করেছেন তারা দুদিন পরেই সিনিয়র চিকিৎসক হিসেবে মর্যাদা পাবেন। এই কাণ্ডের জন্য হাসপাতালে পরিকাঠামো ও বিষাক্ত স্যালাইন দায়ী। তবে কর্মবিরতি এখনই তারা যাচ্ছেন না। শীঘ্রই ধর্না অবস্থান তৈরি করবেন। “

Previous articleMidnapore Hospital:মেদিনীপুর হাসপাতালের ১২ চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা সিআইডি-র
Next articleMedinipur hospital: সাসপেন্ড ও সিআইডি-র মামলার তালিকা হাতে পেতেই উত্তেজনা জুনিয়র ডাক্তারদের মধ্যে, এলো জাতীয় মহিলা কমিশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here