Home Blog Jangalmahal :হায়নাকে বীরত্ব দেখিয়ে পিটিয়ে খুন করে ফেরার ছিল,চুপিসারে আত্মসমর্পন করতে যেতেই...

Jangalmahal :হায়নাকে বীরত্ব দেখিয়ে পিটিয়ে খুন করে ফেরার ছিল,চুপিসারে আত্মসমর্পন করতে যেতেই জেলে পাঠালেন বিচারক

25
0

 

মেদিনীপুর: মেদিনীপুর সদরের মুড়কাটাতে দিনের
বেলা গ্রামে প্রবেশ করা এক হায়নাকে প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলেছিল৷ তার ভিডিও- করেছিলেন
গ্রামবাসীরাই৷ ঘটনায় শোরগোল তৈরী হয়েছিল ৷বনদফতর খুঁজছিল এই হত্যাকারীদের৷ কয়েকদিন
ফেরার থেকে লুকিয়ে মঙ্গলবার ৪ যুবক আদালতে আত্মসমর্পন করতে যায় ৷ জানতে
পেরেই বিচারক তাদের সাতদিনের জেল হেফাজতে পাঠালেন বিচারক ৷

 

উল্লেখ্য, গুড়গুড়িপাল থানার সিজুয়া এলাকার জঙ্গলে কয়েকটি হায়না ডেরা বেঁধেছিল।
মাঝেমধ্যে খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ করে।
সম্প্রতি এমনই একটি হায়না দিনের
বেলা বারোটা নাগাদ প্রবেশ করেছিল মেদিনীপুর সদরের মুড়াকাটা গ্রামে ৷ প্রথমে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়লেও অপর একদল তাকে নিয়ে নৃশংস উল্লাশে মেতে যায় ৷ গ্রাম থেকে তাড়া করে বের করে নৃশংস ভাবে  মেরে ফেলে ৷বাঁশ, ইট,
বল্লাম দিয়ে মারার ভিডিও ও ছবি ভাইরাল হতেই দোষীদের চিহ্নিত করে
বনদপ্তর।


 তারপর থেকেই ঘরছাড়া ছিল অভিযুক্ত চার যুবক।
অবশেষে মঙ্গলবার মেদিনীপুর আদালতে আত্মসমর্পণ করেন সিজুয়া গ্রামের বিশ্বজিৎ মাঝি
, বিকাশ মাঝি, সনু রানা, সঞ্জীব
মাঝি নামে চার যুবক।ভেবেছিলেন আত্মসমর্পন করে জামিন পেয়ে যাবেন ৷ কিন্তু বিষয়টি
বিচারকের কানে যেতেই মামলার গুরুত্ব বিবেচনা করে জামিন নাকচ করেন বিচারক ৷
মেদিনীপুর আদালতের বিচারক তাদের সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।


মেদিনীপুর রেঞ্জের আধিকারিক সুজিত
পন্ডা জানিয়েছেন
, “হায়নাকে পিটিয়ে মারার অভিযোগে ফেরার
থাকা চার যুবক মেদিনীপুর আদালতে আত্মসমর্পণ করেছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণ
হত্যার আইনে মামলা রজু করা হয়েছে।”


Previous articlePanchayet election: “গড়বেতায় বিজেপি কর্মীর মুখে প্রস্রাব করার ঘটনা ভিত্তিহীন, অভিযোগকারী মদ্যপ ছিলেন”, দাবি পুলিশের
Next articleELEPHANT ATTACK: রাতে মানিকপাড়াতে প্রায় ২০ টি বাড়ি তছনছ, সকালে আশাকর্মীকে খুন,হাতি নিয়ে উদ্বেগ বাড়ছেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here