গোয়ালতোড়: সোমবার দুপুরে মহড়া
চলছিল। জঙ্গলমহলের প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে কয়েকটি প্লেন মাথার উপর
দিয়ে উড়ছিল। হঠাৎ তা থেকে সন্দেহজনক একটা ধাতব বড় জিনিস জঙ্গলে পড়ে যায়।
তারপর বেশ কয়েকটা চক্কর লাগায় দুটি প্লেন। জঙ্গল এলাকার বাসিন্দারা সেটি দেখতে
পেয়ে বোমের আতঙ্ক তৈরি হয়। পুলিশ খবর পেয়ে বিষয়টি কলাইকুন্ডা air force কে জানালে আতঙ্কের নিরসন হয়। পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান- মহড়া
চলাকালীন খুলে পড়েছে ফাইটার জেট মিগ টুয়েন্টি নাইন এর অতিরিক্ত জ্বালানি
ট্যাঙ্ক।
সোমবার বেলা আড়াইটে নাগাদ ঘটনাটি
ঘটেছে পশ্চিম মেদিনীপুরে গোয়ালতোড় থানার অন্তর্গত সিওরবনির জঙ্গলে। স্থানীয়
প্রত্যক্ষদর্শী বাসিন্দা অজিত মাল বলেন-” আমরা দূর থেকে দেখতে পেলাম কয়েকটি
প্লেন উড়ছিল। হঠাৎ তা থেকে একটা বড় কোন জিনিস পড়ে গেল। আমরা বোমা ভেবে আতঙ্কিত
হয়ে পড়ি। এই ধরনের জিনিস আমরা কখনো দেখিনি। এটা পড়ে যাওয়ার পর ওই প্লেনটি
কয়েকবার এই দিকে চক্কর কাটছিল। তারপর চলে যায়।”
স্থানীয় মারফত খবর পায়
গোয়ালতোড় থানার পুলিশ। পুলিশ এসে বিষয়টি দেখে ছবি তুলে নেয়। পুলিশ সুপার
ধৃতিমান সরকার বলেন-” বিষয়টি দেখে কলাইকুন্ডা এয়ার ফোর্সকে খবর দেওয়া হয়।
উনারা জানিয়েছেন এটি ফাইটার জেট মিট ২৯ এর অতিরিক্ত জ্বালানি ট্যাংক। কোন কারনে
এটা খুলে গিয়েছে। ওনাদের খবর দেওয়া হয়েছে লোকেশন জানিয়ে। ওনারা এসে এটি উদ্ধার
করে নিয়ে যাবেন। এটাতে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।”
চলন্ত প্লেন থেকে ভেঙে পড়লো
প্লেনের অংশবিশেষ। রীতিমতো চাঞ্চল্য ছড়ালো, গোয়ালতোড় থানার শিওর
বনি গ্রামে। জানা গিয়েছে, সোমবার দুপুরে জমির খুব কাজ দিয়ে একটি বিমান উড়ে যাচ্ছিল ঠিক সেই সময়
বিমান থেকে ভেঙে পড়ে একটি অংশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে গোয়ালতোড় থানার
পুলিশ। খবর দেয়া হয়েছে কলাইকুন্ডা এয়ারবেসে। এটি ঠিক কি এয়ার ফোর্সের আধিকারিক
না এসে পৌঁছানো পর্যন্ত জানা যাচ্ছে না। ঘটনা কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালে
এলাকায়।