Home Blog Incident : কুয়োর আগাছা পরিষ্কার করতে গিয়ে গভীর কুয়োতে ৫ ঘন্টা পড়ে...

Incident : কুয়োর আগাছা পরিষ্কার করতে গিয়ে গভীর কুয়োতে ৫ ঘন্টা পড়ে রইলেন মহিলা,উদ্ধার করল দমকল

36
0

 

মেদিনীপুর: পূর্ণিমার দিন
সাতসকালে পুজো করার আগে কুয়োর আগাছা পরিষ্কার করছিলেন মহিলা। তখনই কোনভাবে পিছলে
গভীর কুয়াতে পড়ে যান তিনি। পরিবারের লোকের অজ্ঞাতে পাঁচ ঘন্টা কুয়াতেই
পড়েছিলেন তিনি। পরে বুঝতে পেরে দমকলে খবর দিলে দমকল উদ্ধার করে বছর ৪৮ এর ওই মহিলাকে।
ঘটনা মেদিনীপুর শহরের কোতবাজার এলাকার।

চম্পা দত্ত(৪৮) নামে ওই মহিলা
মঙ্গলবার সকাল ছটা নাগাদ বাড়ির চকতরে থাকা কুয়োর পাড়ে আগাছা পরিষ্কার করছিলেন।
তখনই কোনোভাবে ভারসাম্য হারিয়ে কুয়োর ভেতরে পড়ে যান। গভীর কুয়েতে পড়ে
যাওয়াতে তার আওয়াজ বাইরে পর্যন্ত আসেনি। অনেক চিৎকার চেঁচামেচি করে কুয়েতেই কোন
ভাবে আটকে ছিলেন নিচে। প্রায় ৫ ঘন্টা পর বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করার সময়
কুয়োর ভেতর থেকে চিৎকার শুনে বুঝতে পারেন। খবর দেওয়া হয় দমকলে। দমকলের ইঞ্জিন
এসে বেলা ১১ টা নাগাদ ওই মহিলাকে উদ্ধার করে। সামান্য চোট পেলেও তিনি সুস্থই
রয়েছেন।

ওই মহিলা জানান-” পুজো করার
আগে পরিচ্ছন্ন করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছিল তবে প্রায় পাঁচ ঘন্টা ভিতরে আটকে
ছিলাম।”

দমকল কর্মীরে জানায়-” এরকম
বহু লোকের বাড়িতেই অল্প উঁচু প্রাচীর দেওয়া কুয়ো রয়েছে। যে কারণে এ ধরনের ঘটনা
ঘটে যায় বারবার। সকলেরই সাবধান হওয়া উচিত।”



Previous articleRed Chandan:পশ্চিম মেদিনীপুরও এবার লালচন্দন,গাছ কাটা-আগুন লাগানো আটকাতে বিধানসভাতে আইনের উদ্যোগ
Next articleMedinipur Live: মিশ্র প্রভাব ধর্মঘটে, অফিস আদালত খোলা থাকলেও ব্যাহত স্বাভাবিক কাজকর্মে, মেদিনীপুর হাসপাতালে মিছিল নার্সদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here