Home Ghatal Live Fire Caught : রাতের অন্ধকারে পর পর দোকানে আগুন! পুড়ে ভস্মিভূত তিনটি...

Fire Caught : রাতের অন্ধকারে পর পর দোকানে আগুন! পুড়ে ভস্মিভূত তিনটি দোকান

76
0

দাসপুর: রাতের অন্ধকারে বাজারের উপরে থাকা কয়েকটি দোকানে পর পর আগুন লেগে যাওয়ার ঘটনা। ভয়ংকর আগুনে তিনটি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে গেল মঙ্গলবার রাতে। প্রাথমিকভাবে স্থানীয়রা মনে করছেন-ইলেকট্রিকের শর্ট-সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। তবে এর জেরে একটি মুরগির দোকান, একটি ফলের দোকান, পাশে থাকা আরও একটি দোকান পুড়ে গিয়েছে।



ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের সিতাপুর বাজারে। মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে-দোকানগুলির পাশে কলা গাছ ছিল, সেই কলা গাছের পাশ দিয়েই গিয়েছে বিদ্যুতের তার। সম্ভবত সেই কলা গাছের পাতা ও বিদ্যুতের তারের মধ্যে স্পর্শ হয়ে গিয়ে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছিল। শীতের সন্ধ্যায় দ্রুত দোকান বন্ধ করে অনেকেই বাড়ি ফিরেছিলেন। তখনই শর্ট সার্কিট থেকে একটি দোকানে আগুন লাগে। এরপর তা থেকে ছড়িয়ে পড়ে পাশাপাশি দোকানগুলিতে।


ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে যান সেখানে। নিজেরাই উদ্যোগ নিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা করে সেই আগুন নেভানোর কাজ করেন। পরে সেখানে হাজির হয় দমকলের একটি ইঞ্জিন। তবে ভয়ংকর আগুন এমনভাবে ছড়িয়ে গিয়েছিল, যে তা নিয়ন্ত্রণে আনা ততক্ষণাৎ সম্ভব হয়নি। পরপর তিনটি দোকান পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে। পাশাপাশি বাজারের দোকানগুলিকে কোনভাবে রক্ষা করা সম্ভব হয়েছে।



বুধবার সকালে স্থানীয়রা এসে আগুনের কারণ অনুসন্ধান শুরু করেছেন। বিষয়টির খোঁজ নিয়েছে পুলিশও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোকানের ভেতরে থাকা বেশিরভাগ জিনিসপত্রই পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।

Previous articleLife Certificate : রেলওয়ে পেনশনারদের লাইফ সার্টিফিকেট এবার বাড়িতে বসেই, নতুন পরিষেবা চালু খড়্গপুর ডিভিশনে
Next articleMedinipur hospital: মেদিনীপুর হাসপাতালে ওষুধ সংকট! খতিয়ে দেখতে হাজির আইনি পরিষেবা কর্তৃপক্ষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here