Home Medinipur Live Medinipur election : ভোটের মাঝে ছট, কাক ভোরে দুই বিরোধী দুজনেই নদীর...

Medinipur election : ভোটের মাঝে ছট, কাক ভোরে দুই বিরোধী দুজনেই নদীর পাড়ে

77
0

মেদিনীপুর: ভোট লড়াইয়ের মাঝেই ছট পুজো। আর এই উৎসবের শামিল মানুষের কাছের মানুষ হওয়ার চেষ্টায় দুই বিরোধী প্রার্থী শামিল হলেন বিভিন্ন সময়ে পুণ্যার্থীদের পাশে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ছট পুজোর অনুষ্ঠানে দুজনেই পৃথক পৃথকভাবে সামিল হয়েছিলেন মেদিনীপুরের ঘাট গুলিতে। আবার শুক্রবার ভোরের বেলায় সূর্য ওঠার আগে ছট পুজোতে আসা লোকজনের কাছে পৌঁছে গেলেন তারা। এরা মেদিনীপুর বিধানসভার দুই পরস্পর বিরোধী প্রার্থী তৃণমূলের সুজয় হাজরা ও বিজেপির শুভজিৎ রায় তথা বান্টি। তবে সেভাবে দেখা গেল না কংগ্রেস ও সিপিআই এর প্রার্থীকে।



মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের মাঝে চলে এসেছিল ঘূর্ণিঝড় দানা। সেখানে মানুষের পাশে দাঁড়ানোর একটা বড় সুযোগ পেয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিজেপি থেকে তৃণমূল উভয়েই বিভিন্ন পদ্ধতিতে মানুষের কাছে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। একে অপরের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল কে কত কাছের তা বোঝানোর জন্য। অবশেষে দানা ঘূর্ণিঝড় গিয়েছে। অনুকূল আবহাওয়া ভোট প্রার্থনা করার জন্য। সেই ঝড়ে একে অপরে নেমে পড়েছে বিভিন্ন এলাকাতে।



মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের মেদিনীপুর শহর তল্লাট বিজেপির কাছে অনুকূল। কারণ গত কয়েকটি নির্বাচনে দেখা গিয়েছে শহর তল্লাটের শিক্ষিত সমাজ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অনেকটাই। ২০১৯ এর লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের জয় লাভের পর নিজেদের পায়ের তলার মাটি কতখানি তা বুঝতে পেরেছিল। সেই পরিস্থিতি থেকে খুব একটা উদ্ধার হয়নি পরবর্তী নির্বাচন গুলিতেও। সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে মেদিনীপুর শহর তল্লাটের লোকেরা খুব একটা ভোট দেয়নি তৃণমূলকে। তৃণমূলের বেশিরভাগ কাউন্সিলর নিজের এলাকাতে হেরে গিয়েছিলেন। কিন্তু এবার এই বিধানসভা উপনির্বাচনে কোন রকম রেয়াত করা হবে না বলে দল জানিয়ে দিয়েছে কাউন্সিলরদের। তারপরেই তুখোর লড়াই শুরু করেছেন তৃণমূলের সেই সময়ের হেরে যাওয়া কাউন্সিলর গন।



অন্যদিকে বিজেপিও মেদিনীপুর শহর তল্লাটের উর্বর মাটি কে ব্যবহার করে নিজেদের ভোট কুড়ানোর মরিয়া চেষ্টা করে চলেছে। মেদিনীপুর শহরের ভোটারদের জনসমর্থন আদায় করতে মরিয়া চেষ্টা করে চলেছেন বিজেপির প্রার্থী শুভজিৎ রায়। কংগ্রেস ও সিপিআই এর প্রার্থীর তুলনায় অনেক বেশি লড়াই এই দুইয়ের।

তৃণমূল প্রার্থী সুজয় হাজরা অবশ্য শহরতল্লাটের ভোটটা কিভাবে আদায় হবে তা কাউন্সিলরদের ওপর ছেড়ে দিয়ে সংলগ্ন জঙ্গলমহল এলাকার ভোটারদের কাছে ছুটছেন। কয়েকদিন ধরেই মেদিনীপুর সদরের চাঁদড়া কঙ্কাবতী এনায়েতপুর গড়মাল এলাকাতে প্রচার করে চলেছেন। এর মাঝে ছট পূজা এসে গিয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের কংসাবতী নদীর ঘাটে দুই প্রার্থী অর্থাৎ বিজেপির শুভজিৎ রায় তৃণমূলের সুজয় হাজরা পূর্ণ্যার্থীদের কাছে ছুটে ছিলেন। সন্ধ্যার সময় দুই প্রার্থী এই পুণ্যার্থীদের কাছে বোঝানোর চেষ্টা করেছিলেন তারা কতটা কাছের। শুক্রবার ভোর চারটে নাগাদ একইভাবে দুজনেই দুই ঘাটে পৌঁছে যান। পুজোতে অংশ নেন সুজয় হাজরা নিজেও। একই রকম ভাবে পুণ্যার্থীদের সঙ্গে কোলাকুলি করে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিজেপি প্রার্থীর শুভজিৎ রায় ও।

সুজয় হাজরা বলেন-” এটা নতুন কিছু নয়। আমরা বরাবরই এই সমস্ত মানুষদের সঙ্গে জনসংযোগে আছি ছিলাম। ভোট না হলেও আমরা এভাবেই তাদের সঙ্গে মিলেমিশে থাকি।” অন্যদিকে শুভজিৎ রায় বলেন-” মানুষের ধর্মবিশ্বাসকে আমরা মর্যাদা দিই। প্রতিটি আচার অনুষ্ঠানে আমরা থাকি। এবারেও নিজে পুজো দেওয়ার জন্য আমি হাজির হয়েছিলাম। সেই সাথে যারা আমার পুরনো পরিচিত বা অপরিচিত সকলেই আমাকে অভ্যর্থনা জানিয়েছিলেন পুজো দিতে দেখে। তাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছে মাত্র।”

Previous articleSuvendu Adhikari : “ভোটের দিন তিনস্থানে আমার লোক জমায়েত থাকবে”, তৃণমূল ও পুলিশকে বড়ো হুশিয়ারী শুভেন্দু অধিকারী-র
Next articleKeshpur: “কেশপুর হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল করত হবে”-দাবি করে হাসপাতাল ঘেরাও আদিবাসীদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here