Home National News Kharagpur IIT :৫ দিনে খড়গপুর আই আই টির এক হাজারের বেশি ছাত্রছাত্রীকে...

Kharagpur IIT :৫ দিনে খড়গপুর আই আই টির এক হাজারের বেশি ছাত্রছাত্রীকে মোটা টাকা বেতনের চাকরি, বেতন শুনলে চোখ কপালে উঠবে!

142
0

খড়গপুর: খড়গপুর আইআইটির প্লেসমেন্ট পর্ব শুরু হয়েছিল গত ১ ডিসেম্বর থেকে। আইটির নালন্দা ক্যাম্পাসে এই ক্যাম্পাসিং শুরু হয়েছিল। প্রতিবছর আইআইটি থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে সব থেকে যোগ্য ছাত্র-ছাত্রীদের নিজের কোম্পানির প্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার জন্য বিশ্বের নামি দামি কোম্পানিগুলো হাজির হয়ে থাকে আইআইটি চত্বরে। খড়গপুর আইআইটির দেওয়া ক্যাম্পাসিং এর সময়ে তারা ভিড় করেন। ২০২৪-২৫ এর প্রথম পর্যায়ের ক্যাম্পাসিং শুরু হয়েছিল ১ ডিসেম্বর থেকে। ৫ ডিসেম্বরের মধ্যে এক হাজারের বেশি ছাত্রছাত্রীকে মোটা টাকা বেতনের চাকরি দিল বিভিন্ন কোম্পানি। যাদের কারো বেতন আড়াই কোটি, তো কারো বেতন এক কোটি কিংবা দেড় কোটি !



২০২৪-২৫ বর্ষের এই প্লেসমেন্ট পর্ব ডিসেম্বরের শুরু থেকেই শুরু হয়েছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের নামই কোম্পানিগুলি প্লেসমেন্ট পর্বের এই ক্যাম্পাসিং এ অংশ নিয়েছিলেন খড়গপুর আইআইটি চত্বরে। যেখানে ছিল হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং কোম্পানি, সফটওয়্যার, এনালিটিক্স, ফিনান্স, ব্যাংকিং, কনসাল্টিং ফার্ম প্রভৃতি। এই কোম্পানিগুলি এক ডিসেম্বর থেকে তাদের কোম্পানিতে মেধাবী ও যোগ্যতম ছাত্র-ছাত্রীদের নেওয়ার জন্য ক্যাম্পাসিং-এ হাজির হয়েছিলেন। ভালো ছাত্রছাত্রী বেছে নিয়ে মোটা টাকা বেতন অফার দেওয়া শুরু হয়। প্রথম দুদিনেই ৮০০ র মত ছাত্র-ছাত্রীকে চাকরি নিশ্চিত করে কোম্পানিগুলি। ৫ ডিসেম্বর পর্যন্ত সেই সংখ্যাটা এক হাজার ছাড়িয়ে যায়। আইআইটির পক্ষ থেকে জানানো হয়েছে-এই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে কুড়ি জন রয়েছেন যারা ইন্টারন্যাশনাল অফার পেয়েছেন। অর্থাৎ বিদেশে চাকরি করবেন মোটা টাকায় এমন কুড়িজন ছাত্রছাত্রী রয়েছে। ৯ জনের বেশি আছেন যাদের বার্ষিক এক কোটি টাকার বেশি বেতন অফার করা হয়েছে। একজন রয়েছেন যাকে আড়াই কোটি টাকা বেতন অফার করা হয়েছে।


আইআইটির প্লেসমেন্ট এর ইতিহাসে ২০২৪ এর এই ক্যাম্পাসিং স্মরণীয় বলে মনে করছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। খড়গপুর আইআইটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার এর চেয়ারপার্সন অধ্যাপক রাজীব মাইতি বলেন-” খড়গপুর আইআইটির প্রশাসনিক কর্তৃপক্ষের কঠোর পরিশ্রম এই সাফল্য এনে দিয়েছে। এজন্যে এর পেছনে থাকা অধ্যাপক ও আধিকারিকদের অনেক ধন্যবাদ জানাই। যারা এই পর্বটির শেষ পর্যন্ত সহযোগিতা করছেন ক্যাম্পাসিং-এ।”




খড়গপুর আই আই টি ডিরেক্টর অধ্যাপক ভি কে তেওয়ারি বলেন -” আমি সমস্ত টিমকে ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের কঠোর পরিশ্রম ও সফলতার জন্য। ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রম তাদের সাফল্য এনে দিয়েছে বর্তমানের এই কাজের বাজারে। আমি নিজে খুব খুশি যে এই সমস্ত বড় বড় কোম্পানি ও সংস্থা তারা মনে করেছে যে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে তাদের নেওয়ার মতো ভালো ভালো মেধা রয়েছে। পরবর্তী পর্যায়ে গুলোর জন্য আরো ভালো হবে এটা আশা রাখছি।”

Previous articleDear lottery : একমাত্র যোগাযোগের সেতু থেকে পড়ে পরপর মৃত্যুমুখী, সেতুর তাই নাম “ডিয়ার লটারি”
Next articleMedinipurlive: মেদিনীপুরের রাস্তায় চলবে লোকাল ট্রেন ! বিশাল আয়োজন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here