Home Medinipur Live TOTO : অবৈধ টোটো বৈধতা পাচ্ছে ! জেলার পরিবহন দপ্তর অফিস ঘেরাও...

TOTO : অবৈধ টোটো বৈধতা পাচ্ছে ! জেলার পরিবহন দপ্তর অফিস ঘেরাও অটোচালকদের

76
0

মেদিনীপুর: মেদিনীপুর শহরে গত পাঁচ বছরে কয়েক হাজার অবৈধ টোটো শহরের রাস্তা দখল করেছে। ক্রমেই যানজট তীব্র থেকে তীব্রতর হয়ে চলেছে। অন্যদিকে যাত্রী হারিয়ে রোজগারহীন হচ্ছেন অটোচালকেরা। অথচ সমস্ত বিধিনিষেধ মেনে অটোচালাতে দিতে হচ্ছে ট্যাক্স থেকে পরিবহন দপ্তরের সমস্ত খরচ। এরই প্রতিবাদে মেদিনীপুর শহরের পরিবহন দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শহরের শতাধিক অটোচালকেরা। শাসক দলের অটো চালক ইউনিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে দীর্ঘক্ষন সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।তীব্র উত্তেজনা তৈরী হয় টোটো বন্ধের দাবি করে ৷  



বেলা তিনটে নাগাদ তৃণমূলের অটো রিক্সা অপারেটর ইউনিয়নের সভাপতি শেখ সিরাজ বলেন-” আমরা অটো কিনে রেজিস্ট্রেশন করে সমস্ত ট্যাক্স দিয়ে রাস্তায় নামাতে মোটা টাকা খরচ হয়। প্রতি মুহূর্তে বিভিন্ন রকম ট্যাক্স ও বিভিন্ন কাগজপত্র মেইনটেনেন্স করতে হয় আমাদেরকে। পরিবহন দপ্তরের সমস্ত নিয়ম মেনেই রাস্তায় নামলেও উল্টোদিকে অবৈধ টোটোর দাপটে আমরা যাত্রীহীন। টোটো কিনে রাস্তায় নামানো থেকে চালানো কোন কিছু খরচ দিতে হয় না পরিবহন দপ্তরকে। অথচ সমস্ত যাত্রীর দখল তারা নিচ্ছে। আমাদের যাত্রা পথ নিয়ন্ত্রিত পরিবহন দপ্তর দ্বারা। টোটোর ক্ষেত্রে কোন খরচ ছাড়াই অবাধ স্বাধীনতা। অবিলম্বে বধির এই পরিবহন দপ্তর টোটো নিয়ে ব্যবস্থা না নিলে আমরা সমস্ত স্তব্ধ করে দেব।”


বৃহস্পতিবার দুপুর থেকে দীর্ঘক্ষণ শহরের পরিবহন দপ্তর সংলগ্ন এলাকা তথা মেদিনীপুর শহরে প্রবেশের রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখান তারা। পরিবহন দপ্তরে প্রবেশের পথে পুলিশ দাঁড়িয়ে দপ্তরের ভেতরে বিক্ষোভকারীদের প্রবেশ আটকানোর চেষ্টা করে। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। উল্লেখ করা যায়, মেদিনীপুর শহরে এই মুহূর্তে প্রায় আড়াইশো অটো রিকশা চলে। উল্টোদিকে টোটো রয়েছে প্রায় চার হাজারের বেশি। অত্যাধিক টোটোর কারণে মেদিনীপুর শহরের রাস্তায় প্রতিমুহূর্তে যানজট পরিস্থিতি।



২০১৮ সালে বাড়তি টোটোর সংখ্যা আটকাতে পৌরসভার পক্ষ থেকে বিশেষ নাম্বারিং শুরু হয়েছিল। কিন্তু বৈধতা দেওয়া হয়নি। সেই নাম্বারিংকেই বৈধ দাবি করে শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে বহু টোটো। তাতে সংযোজিত হচ্ছে প্রতিদিনই নিত্যনতুন বহিরাগত টোটো। অত্যাধিক টোটোর কারণে দুর্ঘটনা থেকে চুরি নিত্য লেগে রয়েছে মেদিনীপুর শহরে।

YouTube player

এমন একাধিক সমস্যার কথা উল্লেখ করে লিখিতভাবে ডেপুটেশন দিয়েছে এই অটোচালকেরা জেলার পরিবহন দপ্তরের আধিকারিক এর কাছে।

#Toto driver, #illegal toto, #traffic jam, #drivers agitation, #auto agitation, #Midnapore town, #RTO ,

Previous articleFootpath: সবজি দোকানের আড়ালে ফুটপাত দখল, লাল চোখে নামলো পুলিশ ও পৌরসভা,বাজেয়াপ্ত দোকান
Next articleEmployment : শুধু চাকরি নয়,শিল্প উদ্যোগী হৌন বেকার যুবক-যুবতীরা: শিল্প সিনার্জীতে আহবান মন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here