Home Medinipur Live Ramnavami : “বুক কাঁপলে আজকে রাস্তায় বেরোবেন না, হার্ট অ্যাটাক হতে পারে”-রামনবমী...

Ramnavami : “বুক কাঁপলে আজকে রাস্তায় বেরোবেন না, হার্ট অ্যাটাক হতে পারে”-রামনবমী র‍্যালিতে বাইক নিয়ে বেরিয়ে বললেন দিলীপ ঘোষ

52
0

মেদিনীপুর: রামনবমী উপলক্ষে রবিবার সকাল থেকে একাধিক কর্মসূচিতে সামিল হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কয়েকশো মানুষকে সঙ্গে নিয়ে মেদিনীপুর শহর সংলগ্ন গোপগড় এলাকা থেকে বিশাল বাইক মিছিল নিয়ে এগিয়ে যান জঙ্গলমহলের ধেড়ুয়ার উদ্দেশ্যে। নিজে বুলেট বাইকে চেপে অনুগামীদের সঙ্গে এই বিশাল বাইক রেলিতে অংশ নিয়েছিলেন৷

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রবিবার এই রাম নবমীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের অনুষ্ঠান রয়েছে। সকালেই মেদিনীপুর শহরের গোপনন্দিনী মন্দিরে পুজো দিয়ে বাইক রেলি শুরু করেন দিলীপ ঘোষ। জঙ্গলমহলের চাঁদড়া হয়ে ধেড়ুয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে তার আগে সংবাদ মাধ্যমের কাছে বিভিন্ন ইসুতে মন্তব্য করেছেন তিনি।

দিলীপ ঘোষ বলেন-” সম্প্রতি ঈদ গিয়েছে, আমরা তাতেও শুভেচ্ছা জানিয়েছি মানুষকে। সেমাই খেয়েছি। সকলের সঙ্গে উতসব করেছে সকলে। কোন সমস্যা হয়নি। তাহলে রামনবমীতেও সমস্যা হওয়ার কথা নয়। রামনবমী তে স্বাভাবিক হলে স্বাভাবিক হওয়ার কোন কথাও নয়।। কিন্তু যদি তাকে দেখে কারো হাত পা কাঁপে, তাহলে তাকে আজকের দিনে বলবো বাইরে বেরোবেন না। হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা প্রবল।” আমার একাধিক কিছুতে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

YouTube player

দিলীপ ঘোষের  দিনভর পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গাতে কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে নিরাপত্তা রক্ষায় প্রচুর পরিমাণে পুলিশ ও মোতায়েন রাখতে হয়েছে।

Previous articleSSC news: “শান্তভাবে যেমন বলতে পারি, সব জ্বালিয়েও দিতে পারি”-ফের মেদিনীপুরে শিশুদের নিয়ে রাস্তায় শিক্ষকেরা
Next articleDilip Ghosh:খড়গপুরের রেলওয়ে বাংলো জবর দখলের অভিযোগ দিলীপ ঘোষের বিরুদ্ধে,সরাতে আর্জি তৃণমূলের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here