Home Medinipur Live Dilip Ghosh: “এরাজ্যে পার্টির কোনো দায়ীত্বে নেই,ত্রিপুরার কাজ দিয়েছে, তাই ত্রিপুরায় যাচ্ছি”...

Dilip Ghosh: “এরাজ্যে পার্টির কোনো দায়ীত্বে নেই,ত্রিপুরার কাজ দিয়েছে, তাই ত্রিপুরায় যাচ্ছি” : বললেন অভিমানী দিলীপ ঘোষ

125
0

খড়গপুর: রাজ্যে তো বটেই , পশ্চিম মেদিনীপুরে প্রথম বিজেপির থাবা বসানো শুরু হয় দিলীপ ঘোষের হাত ধরেই। তাই মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই নতুন বিজেপি প্রার্থী ছুটলেন দিলিপের আশীর্বাদ নিতে। রবিবার সকালেই খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলোতে গিয়ে প্রণাম করে সহযোগিতার প্রার্থনা বিজেপি প্রার্থীর শুভজিৎ রায় এর। আশির্বাদ করে মিষ্টিমুখও করালেন দিলীপ ঘোষ ৷ পরামর্শ দিলেন কিভাবে লড়তে হবে নির্বাচনে ৷ তবে সংবাদ মাধ্যমের সামনে অভিমানী দিলীপ ঘোষ বললেন- “এরাজ্যে পার্টির কোনো দায়ীত্বে নেই,ত্রিপুরার কাজ দিয়েছে, তাই ত্রিপুরায় যাচ্ছি”

বিজেপি প্রার্থী শুভজিত রায়-কে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন দিলীপ ঘোষ

মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের জন্য বিজেপির একাধিক নাম ঘোরাফেরা করছিল। তারমধ্যে দিলীপ ঘোষের নামও ছিল। কিন্তু শেষমেষ শনিবার সন্ধ্যার পর প্রার্থী ঘোষণা করা হয় বিজেপির জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায় ওরফে বান্টিকে। ততক্ষনে খড়গপুর শহরে বাংলোতে হাজির হয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তাই প্রার্থী ঘোষণা হওয়ার পরেই শুভজিৎ রায় সরাসরি রবিবার সকাল হতেই হাজির হয়ে যান দিলীপ ঘোষের কাছে বাংলোতে। দিলীপ ঘোষের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে সহযোগিতা প্রার্থনা করেন।

 অনেকেই মনে করছেন-দলের কাছে দিলীপ ঘোষ এই মুহূর্তে অভিমানী। তাই দিলীপ ঘোষ হয়তো ততটা সক্রিয় ভূমিকা রাখবে না মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে। তবে সেটা অস্বীকার করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন-” আমি মোটেই অভিমানী নয়। আসলে দলের পক্ষ থেকে আমার কোন কাজ এই মুহূর্তে নেই এখানে। তাই আমাকে যেটুকু দায়িত্ব দেওয়া হচ্ছে আমি সেটুকুই করছি। এই বিধানসভা উপনির্বাচনে আমার সহযোগিতা থাকবে। জেতার ক্ষেত্রে আমরা আত্মবিশ্বাসী। এরাজ্যে পার্টির কোনো দায়ীত্বে নেই আমি এই মুহুর্তে ,ত্রিপুরার কাজ দিয়েছে, তাই ত্রিপুরায় যাচ্ছি “

YouTube player

শুভজিৎ রায় জানিয়েছেন-” দুই হাজারের কিছু বেশি ভোটে আমরা হেরেছিলাম গত লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে। ফলে সেই ব্যবধান ঘোঁচানো খুব বেশি কঠিন নয়। আমরা অবশ্যই জয়ী হবো। তবে নিজের কাজ শুরু করার আগে দিলীপ দার আশীর্বাদ প্রার্থনা করলাম।”

Previous articleDurga puja : গত ১৪ দিনে রাজ্যজুড়ে ১৪৮ কোটি টাকার মদ বিক্রি, রয়েছে মেদিনীপুরেও
Next articleMedinipur : সুজয় হাজরা তৃণমূল প্রার্থী ! ঘোষণা করতেই আতশবাজি প্রদর্শনী কার্যালয়ের সামনে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here