Home Blog Hyena attack: দিনের বেলায় জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়েছিল হায়না, হুলুস্থুল...

Hyena attack: দিনের বেলায় জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়েছিল হায়না, হুলুস্থুল কান্ড, পিটিয়েই মেরে ফেললেন গ্রামবাসীরা

26
0

মেদিনীপুর: বাঘ মৃত্যুর তদন্ত
চলছে। তার মধ্যে হায়নাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। ঘটনার
তদন্ত শুরু করেছে বনদপ্তর। শনিবার দুপুরে ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা
এলাকায়।

 

জানা গিয়েছে, কয়েক দিন ধরেই বেশ কয়েকটি হায়না ওই এলাকার জঙ্গলে ডেরা বাঁধে। মাঝেমধ্যে
খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ করে। অভিযোগ
, সেই সময়
গ্রামবাসীদেরও তাড়া করে। যার জেরে আতঙ্কে ছিলেন তারা। যদিও কারও কোনো ক্ষতি হয়
নি বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। শনিবার দুপুরে একটি হায়না ওই মুড়াকাটা
এলাকায় গ্রামে প্রবেশ করে। সেই সময় গ্রামবাসীদের একাংশ তাকে দেখে আতঙ্কে ছুটা
ছুটি শুরু করে দেয়। বিষয়টা রোটে যেতে গ্রামের একদল যুবকেরা তাকে মেরে ফেলার জন্য
উদ্যোগী হয়। এদিক ওদিক ছুটিয়ে বিভিন্নভাবে আঘাত করে মেরে ফেলে বলে অভিযোগ।
হায়নার মাথা থেঁতলে দেওয়া হয়েছে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে যায়
মেদিনীপুর রেঞ্জের বনকর্মীরা। মৃত হায়নাটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।
বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন
, “ঘটনার তদন্ত শুরু
হয়েছে। কিভাবে হায়নাটির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যদি
পিটিয়ে মারা হয় এবং তার সঙ্গে কারা জড়িত তাদেরও খোঁজ নিয়ে আইনানুযায়ী ব্যবস্থা
নেওয়া হবে।”

Previous articlePanchayet Election 2023: “উর্দির সম্মান করুন,উর্দি খুললে অনেক পুলিশ অফিসারদের আন্ডারপ্যান্টে তৃণমূলের ছাপ দেখা যাবে”- ঘাটালে বললেন মহম্মদ সেলিম
Next articlepanchayet clash: শেষ রবিবারের প্রচারে আইএসএফ তৃণমূল সংঘর্ষ চন্দ্রকোনায়, রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন চার জন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here