Home Blog Hunting: গোসাপ হত্যা করে কাঁধে ঝুলিয়ে যুবক, ছবি দেখে যুবকের খোঁজ পুলিশ...

Hunting: গোসাপ হত্যা করে কাঁধে ঝুলিয়ে যুবক, ছবি দেখে যুবকের খোঁজ পুলিশ ও বনদফতরের

26
0

 

আড়াবাড়ি: শিকার উৎসবে
বন্যপ্রাণ হত্যা না করা নিয়ে বহু সচেতনতার পরও বন্যপ্রাণ হত্যার ছবি ভাইরাল
পশ্চিম মেদিনীপুরে। সেই ছবি বনদপ্তরের কাছে পৌঁছাতেই ওই শিকারির খোঁজ শুরু করেছে।
ছবিতে দেখা গিয়েছে
, এক ব্যক্তি একটি গোসাপ মেরে কাঁধে করে
ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। সেই ছবি ঘিরে শোরগোল পড়েছে জেলায়। তারপরই তার খোঁজ শুরু
করেছে বনদপ্তর ও পুলিশ।

 

বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত 19 এপ্রিল পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ির জঙ্গলে
ছিল শিকার উৎসব। ঐদিন এক শিকারি একটি গোসাপ হত্যা করে বলে ছবিসহ অভিযোগ যায়
আড়াবাড়ি রেঞ্জ অফিসে। সেইমত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। জানা গিয়েছে
, বন্যপ্রাণ নিয়ে কাজ করা সংগঠন হিলএর সদস্যরা ওই ছবি বন দফতরে দিয়েছিল।

হিলের পক্ষ থেকে শুভ্রজ্যোতি
চ্যাটার্জী মানছেন
, ওই ছবি বনদপ্তরে দিয়েছেন। আড়াবাড়ি
এলাকায় শিকারির দিন ওই গোসাপটি হত্যা করা হয়েছে। ওই ব্যক্তির খোঁজ পেতে আনন্দপুর
থানায় লিখিত অভিযোগ জানায় বনদপ্তর। পুলিশ জানিয়েছে
, বনদপ্তরের
পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। ওই ব্যক্তির খোঁজ চলছে। বনদপ্তরের এক আধিকারিক
জানিয়েছেন
, “ওই শিকারির খোঁজ পেলে আইনানুগ পদক্ষেপ
নেওয়া হবে।”



Previous articleIdol in pond: পুরনো পুকুর খোঁড়ার সময়ে উঠে এলো প্রাচীন মুর্তি,পুলিশের হাতে থেকে ছাড়িয়ে কীর্তন, শঙ্খ বাজিয়ে গ্রামবাসীরা নিয়ে গেল মন্দিরে
Next articleMinority :করোনা পর্বের পর বৈঠকে বসে সংখ্যালঘু কমিশন জানলো “নাবালিকা বিয়ে, কমবয়সী মাতৃ মৃত্যু অনেকটাই হয়েছে করোনা পর্বে”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here