Home Medinipur Live Medinipur: ঝড়ে মেদিনীপুরে জেলা শাসকের দফতরের সামনে ভেঙে পড়লো বিরাট নিমগাছ, চাপা...

Medinipur: ঝড়ে মেদিনীপুরে জেলা শাসকের দফতরের সামনে ভেঙে পড়লো বিরাট নিমগাছ, চাপা পড়লো ৭ টি বাইক

27
0

মেদিনীপুর: মেদিনীপুর(Medinipur) শহরে কালেক্টরেট তথা জেলা শাসকের দফতরের ভেতরে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটা নাগাদ হঠাৎ ঝড় বৃষ্টিতে (Storm) ভেঙে পড়ে গেল পুরনো একটি নিমগাছ।প্রচন্ড শব্দে ভেঙে পড়ে যাওয়াতে আতঙ্কের পরিস্থিতি তৈরী হয় কালেক্টরেট চত্বরে ৷ সৌভাগ্যবশত বৃষ্টির কারণে কেউই সে গাছের পাশাপাশি ছিলেন না।সেই অবস্থায় পুরনো নিম গাছের মোটা ডাল ভেঙে পড়ে। গাছের তলাতে কালেক্টরেটে (Collectorate) কাজে আসা লোকজন বাইক রেখেছিলেন অনেকগুলি। সাতটি বাইকের ওপরে পুরনো নিমগাছের ডাল ভেঙে পড়েছে ৷

 কালেক্টরেট এর ভেতরে থাকা জেলা শাসকের দপ্তরের (DM office) পুরনো ভবনের সামনে পুরনো নিম গাছটির ডাল ভেঙে এই বিপত্তি হয়। ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যায়। বহু বিদ্যুতের তার ও টেলিফোনের তার ছিড়ে পড়ে যায়। ভেঙে পড়ে বিদ্যুতের লাইটের একটি পোস্ট। ছুটে আসে বিপর্যয় মোকাবেলা দপ্তরের বাহিনী। ইলেকট্রিক করাত দিয়ে ডাল কেটে সরিয়ে মেরামত শুরু হয়৷ তবে ঘটনাতে নষ্ট হয়ে গিয়েছে প্রায় ৪ টি মোটর বাইক(Motor bike) ৷

উল্লেখ করা যায়, মঙ্গলবার বিকাল থেকে হঠাত্ করে প্রচন্ড বজ্র বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল মেদিনীপুরে ৷ হালকা ঝড়ো হওয়াও ছিল ৷ তাতেই জেলার অন্যান্য প্রান্তের সাথে মেদিনীপুর শহরেও বিভিন্ন প্রভাব পড়েছে ৷ মেদিনীপুর শহরের একটি পুরনো নার্সিং হোমের(Nursing home) বহু তল বিল্ডিং থেকে টিনের কভার ভেঙে পড়েছে নিচে ৷ বৃষ্টিতে রাস্তাতে জল জমার ঘটনাও ঘটেছিল ৷ তবে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কয়েক ঘন্টার পরে ৷ 

Previous articleKharagpur Rail: খড়্গপুর শহরে প্রধান রাস্তায় প্রচীর দিচ্ছে রেল, শাবল নিয়ে নামলেন মহিলারা
Next articleElephant attack: মহিষ খুঁজতে গিয়ে হাতির হানায় মৃত্যু দাদার, গুরুতর আহত ভাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here