Home Blog Harmony : গাজনে জল ঢালতে আসা ভক্তদের শরবত খাওয়ালেন আফসার, আজাদরা, পুরনো...

Harmony : গাজনে জল ঢালতে আসা ভক্তদের শরবত খাওয়ালেন আফসার, আজাদরা, পুরনো ট্রেডিশন পালন করলো বেলিয়া মুসলিম কমিটি

24
0

 

বেলিয়া: বৈশাখী গাজনে শিবের
মাথায় জল ঢালা কর্মসূচি ছিল রবিবার। মেদিনীপুর সদর ব্লকের বেলিয়া শিব মন্দিরে জল
ঢালতে ধেড়ুয়ার কংসাবতী নদী থেকে বাঁকে
, মাথায় জল নিয়ে হেঁটে
আসছিলেন ভক্তরা। রাস্তায় দাঁড়িয়ে মুসলিম কমিটির সদস্য আফসার
, আজাদরা তাদের হাতে শরবতের গ্লাস তুলে দিলেন। সম্প্রীতির এই চিত্র দেখা গেল
পশ্চিম মেদিনীপুরের বেলিয়া এলাকায়।

 

বেলিয়া শিব মন্দিরে প্রতিবছরই
এমন দিনে বৈশাখী গাজন উৎসব হয়ে থাকে। সেইমতো গাজনের জল ঢালা কর্মসূচিতে
গুড়গুড়িপাল থানার পুলিশেরও নজর ছিল। মুসলিম কমিটির পক্ষে সেখ আফসার বলেন
, “আমরা সবাই পাশাপাশি বসবাস করি। সকাল হলেই সবার সাথে দেখা। প্রয়োজনে সবাই
সবার পাশে থাকি। দুর্গাপূজা
, সরস্বতী পূজাতে যেমন আমরা
অংশগ্রহণ করি
, তেমনই ঈদেও তারা আমাদের সহযোগিতা করেন। আমাদের
মধ্যে কোনো ভেদাভেদ নেই। যারা বাইরে থেকে গ্রামের এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা
করে তারা সফল হয় নি।”

গাজন কমিটির পক্ষে সুজিত মাহাত
বলেন
,
প্রতিবছরই শিবের ভক্তদের জন্য ওনারা শরবত তুলে দেন। সমস্ত
পূজা পার্বনে আমরা সবাই মিলেমিশে থাকি।” বর্তমান সময়ে বিভাজনের রাজনীতি নিয়ে
অভিযোগ তুঙ্গে। এদিনের চিত্র দেখে অনেকেই বলছেন
, দুই
সম্প্রদায়ের সম্প্রীতি যেন বিভাজনের রাজনীতির গালে সপাটে চড় মারলো। রাজ্যজুড়ে
বিভিন্ন সময় নানা বিশৃংখলার খবর শোনা গেলেও পশ্চিম মেদিনীপুরে কয়েক মাসে এমন
একাধিক সম্প্রীতির চিত্র প্রকাশ্যে এসেছে বিভিন্ন মাধ্যমে।




Previous articleElephant attack: ভোর থেকে হাতি মানুষের সংঘাত মেদিনীপুর সদরে, ভাঙলো বাড়ি
Next articleDilip Ghosh : লালগড়ের পথে দিলীপ ঘোষকে “ঘাগরঘেরা”,দিলীপ ঘোষের স্বীকারোক্তি-“খেমাশুলীর আন্দোলনে চালডাল পাঠিয়েছি” পাল্টা নিষিদ্ধ ঘোষনার হুশিয়ারি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here