Home Bengal Live Dasera : ড্রোনে চেপে হনুমান উড়লো রাবণের মাথার উপর দিয়ে, বিরল দশেরা...

Dasera : ড্রোনে চেপে হনুমান উড়লো রাবণের মাথার উপর দিয়ে, বিরল দশেরা উৎসব খড়্গপুরে

116
0

Kharagpur : প্রতিবছরের মতো এবছরও দশরা উৎসব বৃহৎ আকারে আয়োজন করা হয়েছিল খড়গপুর শহরের নিউ সেটেলমেন্ট এলাকাতে। এই বছর ১০০ বছর পূরণ করল এই আয়োজন। সেই উপলক্ষে আয়োজনের ব্যাপকতা ছিল অনেক বেশি। এই রাজ্যের বিভিন্ন প্রান্তের লোকেরা ছাড়াও ভিন রাজ্যের লোক মিলিয়ে প্রায় দু লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন এই আয়োজনস্থলে শনিবার বিকেলের পর।

মিনি ইন্ডিয়া খড়গপুর শহরে রাবণ বধ সবথেকে বেশি হিট প্রোগ্রাম। বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষাভাষী সম্প্রদায়ের লোকজন এই উৎসবটাকে সমানভাবে উপভোগ করে থাকেন। আয়োজকদের দাবি এটা একশো বছর ধরে হয়ে এসেছে। আর সেই কথা মাথায় রেখে এবার ১০০ বৎসর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান একটু বড় করে করা হয়েছিল। এবার শুধু রাবণ দহন নয়, তার সঙ্গে দেওয়া হয়েছিল মেঘনাদ, ও কুম্ভকর্ণ কেও। এবারের সবথেকে বেশি আকর্ষণ ছিল বৃহৎ আকারের হনুমানকে একটি বড় ড্রোনে বেঁধে ওড়ানো হয়েছিল এই মাঠে। যা ছিল সব থেকে বেশি আকর্ষণ। যেভাবে পুরনো শ্রুতিতে শোনা যায় হনুমান আকাশ পথে উড়ে গিয়েছিল সীতা উদ্ধারে, এবারে সেই হনুমানকেও আকাশ পথে ওড়ানো হলো ড্রোনের সাহায্যে।

 রাতে একাধিক অনুষ্ঠান পর্ব শেষে আতশবাজির প্রদর্শনী হতেই রাবণ দহন ছিল সবথেকে বেশি আকর্ষণের। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাংসদ জুন মালিয়া ছাড়াও পুলিশ সুপার ধাতিমান সরকার ও অন্যান্য জনপ্রতিনিধিরা সকলেই।

আয়োজক কমিটির পক্ষ থেকে সভাপতি প্রদীপ সরকার জানিয়েছেন-“এই রাজ্য ছাড়াও পাশের রাজ্যগুলি থেকে প্রায় দু লক্ষ মানুষ হাজির হয়েছেন বিকেলের মধ্যেই। অন্যান্য ভারের তুলনায় আকর্ষণ এবার একটু বেশি করা হয়েছিল। রাবণের পাশাপাশি রাখা হয়েছিল মেঘনাথ ও কুম্ভকর্ণ কেও। ড্রোন দিয়ে হনুমানের ওড়া এটা ছিল আরো আকর্ষণের অন্যতম কেন্দ্র। এই বিশাল ভিড়কে সামাল দিতে অনেক বেশি নিরাপত্তা ও আয়োজক কমিটিকে তৎপর থাকতে হয়েছে।”

Previous articleTrain accident : ফের ট্রেন দুর্ঘটনা! মালগাড়ি-এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আগুন তামিলনাড়ুতে
Next articleDurgapuja carnival : দুর্গাপুজো শেষ হতেই কার্নিভালের ধুম, মেদিনীপুরে এবার পাল্টাচ্ছে চিত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here