Home Bengal Live Congress: ক্রমবর্ধমান ধর্ষণের কথা মাথায় রেখে রাজ্যে গণ কনভেনশনের প্রয়োজন: বললেন প্রদেশ...

Congress: ক্রমবর্ধমান ধর্ষণের কথা মাথায় রেখে রাজ্যে গণ কনভেনশনের প্রয়োজন: বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি

132
0

মেদিনীপুর: “ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনার কথা সকলকে বিচলিত করেছে। রাজ্যের অন্যান্য জায়গায় যে ঘটনা ঘটেছে তার সঙ্গে আরজিকর কিংবা পটাশপুর এক নয়। আরজিকরে সংঘটিত হত্যা হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্য সরকারের নিয়ন্ত্রণে নেই।”মেদিনীপুরে প্রচারে এসে এমন মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

বুধবার দুপুরে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকাতে কংগ্রেস প্রার্থী শ্যামল কুমার ঘোষ কে সঙ্গে নিয়ে প্রচার করেছেন তিনি। সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা শম্ভু চ্যাটার্জি, অনিল শিকার, কুনাল ব্যানার্জি, সহ অন্যান্যরা। হুডখোলা গাড়িতে রোড শো, এবং পায়ে হেঁটে বিভিন্ন জায়গাতে প্রচার করেছেন তিনি মেদিনীপুর শহর জুড়ে। পরে একটি পথসভাও করেছেন তিনি।

এদিন সাংবাদিকদের সামনে শুভঙ্কর সরকার বলেন-” রাজ্যে জুড়ে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটছে তার বিচলিত করার মত। ছোট নাবালিকার লালসার শিকার হচ্ছে। তবে সব জায়গার ঘটনা এক নয়। পটাশপুর আর জি কর এই এলাকার ঘটনা পরিকল্পিত বা সংঘটিত ধর্ষণ খুন। রাজ্যে যেভাবে এই ধরনের ঘটনাগুলি ঘটছে, তার জন্য গণ কনভেনশন প্রয়োজন। অনেক ক্ষেত্রেই শাসকদলের কর্মীরা জড়িত। গ্রেফতার হলেও জামিন পেয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রাজ্য সরকারের নিয়ন্ত্রণে নেই।”

Previous articleSchool: ছুটি ছিল, বিদ্যালয় খুলতেই দেখা গেল চুরি করে সব নিয়ে গেছে চোর, নেই গুরুত্বপূর্ণ ফাইল
Next articleElection: “এক হাজারের লক্ষীভান্ডারে বিক্রি হবেন না,” বিজেপি প্রার্থীকে নিয়ে প্রচারে বললেন অগ্নিমিত্রা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here