Home Medinipur Live Bus service: ব্যস্ত সময়ে মেদিনীপুরের রাস্তার উপরে বিকল সরকারি বাস

Bus service: ব্যস্ত সময়ে মেদিনীপুরের রাস্তার উপরে বিকল সরকারি বাস

50
0

মেদিনীপুর: ব্যস্ত সময়ে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড় এলাকায় হঠাৎ বিকল হয়ে গেল সরকারি বাস। বাসস্ট্যান্ডে ঢোকার মুখে শহরের গুরুত্বপূর্ণ ব্যস্ত রাস্তাতে এই বিকল হয়ে যাওয়াতে যানজট তৈরি হয়। দ্রুত পরিস্থিতি সামাল দিতে সমস্ত ট্রাফিক পুলিশের কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে বাসকে ঠেলে ওই স্থান থেকে সরায়। নিত্য যাত্রীদের অভিযোগ-” সরকারি ওই বাসটি এর আগেও বহুবার গুরুত্বপূর্ণ জায়গাতে গিয়ে বিকল হয়েছিল। যাত্রীদের নাজেহাল হতে হয় ওই বাসে যারা যাতায়াত করেন নিয়মিত।”

নিত্যযাত্রীদের দাবি, মেদিনীপুর এস বি এস টি সি সরকারি বাস ডিপোতে সমস্ত সরকারি বাসের পর্যাপ্ত নজরদারির অভাব রয়েছে। সময় মত বাস গুলি রক্ষণাবেক্ষণ হয় না বলেই বিভিন্ন সময়ে মাঝ রাস্তায় বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটে। কয়েকদিন আগেও মেদিনীপুর শহরের জজ কোট এলাকাতে ব্যস্ত রাস্তার ওপর খারাপ হয়ে গিয়েছিল ওই রকমই একটি বাস। এর একইভাবে বুধবার বেলা ১১ টা নাগাদ মেদিনীপুরের কালেক্টরেট মোড় এলাকাতে সরকারি আরও একটি বাস বিকল হয়ে যায়।

ঘটনায় সঠিক রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে বলেই দাবি অনেকের।

Previous articleJangalmahal: রাস্তায় বনকর্মী ও পুলিশ দাঁড়িয়ে রইল, ঘুর পথে জঙ্গলে শিকারিরা
Next articleWeather: আজ থেকেই ঘন দুর্যোগের আশঙ্কা, বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here