Home Blog Ghost panic: সন্ধ্যা হলেই ভয়ে ঘর থেকে বাইরে পা রাখছেন না মানুষজন,...

Ghost panic: সন্ধ্যা হলেই ভয়ে ঘর থেকে বাইরে পা রাখছেন না মানুষজন, কারণ খতিয়ে দেখতে এলাকায় প্রশাসন

31
0

 

দাঁতন: দেড় মাসে প্রায়
১২ জনের মৃত্যু। যাকে ঘিরে আতঙ্ক গ্রামে। সন্ধ্যা হলেই ঘর থেকে বাইরে পা রাখতে ভয়
গ্রামবাসীদের। মনের মধ্যে দানা বেঁধেছে কুসংস্কার। মৃত্যুর কারণ নিয়ে দিশেহারা।
প্রশাসনের হস্তক্ষেপের দাবি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মনোহরপুর
পঞ্চায়েতের শাঁখারী মোড় এলাকায়।

গ্রামে হঠাৎ করে বেড়েছে মৃত্যুর
হার। তবে সেই মৃত্যু নিয়ে তৈরি হয়েছে মানুষের মধ্যে নানা বিভ্রান্তি। আতঙ্কে
সন্ধ্যে হলেই বাড়ির মধ্যে সিঁটিয়ে থাকছেন পরিবারের লোকজন। তবুও দিনের পর দিন
মৃত্যু সংখ্যা বাড়ছেই। স্থানীয়দের দাবি
, প্রশাসন দ্রুত পদক্ষেপ
করুক। মৃত্যুর কারণ খতিয়ে দেখুক। অনেকেই ইতিমধ্যেই আতঙ্কে গ্রাম ছাড়তে শুরু
করেছেন।

 জানা গিয়েছে, গত দেড় মাসে প্রায় ১২
জনের মৃত্যু হয়েছে ওই এলাকায়। তার মধ্যে ১৭-৬৫ বছরের মানুষজন আছেন। তবে মৃত্যুর
সঠিক কারণ এখনও জানা যায়নি। লোধা অধ্যুষিত গ্রামের মানুষেরা এই ঘটনায় টেনে আনছেন
ডাইনি বা কোন অশরীরী আত্মার প্রসঙ্গ। দিনে দিনে এই অন্ধ বিশ্বাস বাড়ছে তাদের
মধ্যে। অনেকেই বলছেন
, মৃত্যু স্বাভাবিক হচ্ছে না। রাতে খেয়ে
কেউ ঘুমিয়েছেন। সকালে তার মৃত্যু হয়েছে। কেউ পড়ে গিয়ে মৃত্যু হচ্ছে। বেশিরভাগ
ক্ষেত্রে বুক জ্বালা উপসর্গ থাকছে বলেই গ্রামবাসীদের মত। আর এই আতঙ্কে গ্রামেও কেউ
আসছেন না।

এলাকায় আছে প্রায় আশিটি পরিবার।
কয়েকটি সরকারি ও নিজস্ব নলকূপ আছে। পুকুরের জলও অনেকেই ব্যবহার করেন। মৃতদের
মধ্যে নেশাগ্রস্ত ছিলেন অনেকে। তবে কোনও ক্ষেত্রেই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া
হয়নি বলে জানা গিয়েছে। ফলে মৃত্যুর কারণ জানা যায়নি। ঘটনা জানার পর
সোমবার গ্রামে ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দফতরের একটি দল এলাকায় যায়। মৃতের
পরিবার ও এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তারা। মৃত্যুর কারণ খোঁজার কাজ শুরু করেছে
প্রশাসন।


Previous articleMedinipur Live: পেট্রল পাম্পের পাশে মাটির তলা থেকে ভোজ্য তেল, সংগ্রহ করতে হুড়োহুড়ি গ্রামবাসীদের
Next articleMedinipur Live: নারায়ণগড় বিডিও অফিসে মনোনয়ন দেখতে দিলীপ ঘোষ, চোর চোর বলে স্লোগান তৃণমূলের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here