Home Blog Ghatal Flood : ঘোলাজলে ঢাকা ঘাটাল,দেহ সত্কার করতেও নৌকা নিয়ে মরিয়া হয়ে...

Ghatal Flood : ঘোলাজলে ঢাকা ঘাটাল,দেহ সত্কার করতেও নৌকা নিয়ে মরিয়া হয়ে ঘুরতে হচ্ছে পরিবারকে ৷

47
0

 

ঘাটাল :শীলাবতী ও ঝুমি, কেঠিয়াখালের প্লাবিত জলে
ইতিমধ্যেই ঘাটাল মহকুমার অবস্থা শেষ পর্যায়ে ৷ বহুমানুষ বাড়ি ছেড়ে বিভিন্ন উঁচু স্থানে
আশ্রয় নিয়েছেন ৷ এখনও পর্যন্ত বাঁধ ভেঙেছে ২ টি বড়ো স্থানে ৷ পরবর্তী তিননম্বর স্থান
কুমারচক এলাকাতে বাঁধ ভাঙার উপক্রম হয়েছে ৷ যা ভাঙলে নাকি গত ১৫ বছরের সব থেকে বড়ো
বন্যার পরিস্থিতি তৈরী হবে ৷ তাহলেও বর্তমানে আকাশ থেকে ড্রোনের নজরদারিতে পুরো ঘাটাল
এখন ঘোলাজলে পরিপুর্ন পরিস্থিতিতে দেখাযাচ্ছে ৷ জীবনযাপন তো দুর মানুষ মারা গেলেও তার
দেহ সত্কার করানোর শুকনো ডাঙা পাওয়া যাচ্ছেনা ৷ মাইলের পর মাইল নৌকাতে দেহ তুলে নিয়ে
ডাঙার খোঁজ করতে হচ্ছে ৷ যা ঘটল বুধবার ৷  


 শ্মশান ডুবেছে বন্যার জলে, নৌকোয় করে মৃতদেহ নিয়ে আসা হচ্ছে শহরে দাহ করার জন্য, ঘাটালের বানভাসি এলাকার মানুষের চরম দুর্দশার ছবি। ঘাটাল
পৌরসভা ১০ নম্বর ওয়ার্ড গড় প্রতাপনগর এলাকার বাসিন্দার প্রতিমা চৌধুরী
, বয়স ৫৫ বছর, শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে।তাও বন্যার সময়েই ৷ তারপরেই বিপাকে
পড়েছেন পরিবারের লোকেরা ৷ মৃতদেহ দাহ করবেন কোথায়
? এলাকার শ্মশান ডুবে রয়েছে বন্যার জলে, এমনকি ঘাটালের সমস্ত শ্মশানই এখন জলের তলায়। মৃতদেহ নৌকোয়
করে নিয়ে ইতিউতি ঘোরার পরে শেষমেষ দেহ নিয়ে ঘাটাল শহর ছেড়ে উঁচু শুকনো জায়গায়
দাহ করতে যেতে হল অনেক দুরে
ঘাটাল ছেড়ে  দাসপুরের বেলেঘাটা এলাকার শ্মশানে দাহ করতে হল  মৃতদেহ শুধু তাই নয়, দাহ করার জন্য শুকনো কাঠও অমিল, তাই পাট চাষের শুকনো পাটকাঠি নৌকাতে করে নিয়ে গিয়ে দাহর জন্য প্রস্তুত করতে হয়েছে


Previous articleMamata Banerjee : “বৃষ্টি হলে ঝাড়খন্ডকে বাঁচায় ও বাংলাকে ডোবায়, এটা ম্যান মেড বন্যা”: ঘাটালে বললেন মুখ্যমন্ত্রী
Next articleFlood : প্লাবিত এলাকাতে বিদ্যুত ছিন্ন ৮০ হাজার বাড়িতে, অন্ধকারে সাপের কামড় ১৫ জনকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here