Ghatal Dev : এখন কেন্দ্র-রাজ্য সংঘাতের সময় নয়, ভাষণ দিয়ে মানুষকে বাঁচানো যাবে না,এখন লক্ষ্য মানুষকে বাঁচানো: বললেন দেব

 

ঘাটাল:
বন্যা প্লাবিত ঘাটালে ফের হাজির হলেন সাংসদ দীপক অধিকারী তথা দেব। এবার সঙ্গে
ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাবেদ খান। তাকে নিয়ে প্লাবিত ঘাটালের
আজবনগর এলাকায় গিয়ে প্রাণের সামগ্রী বিলি করলেন সাংসদ। বর্তমান বন্যা ইসুতে যে
রাজনৈতিক চাপানো তোর চলছে সেই প্রসঙ্গে দেব বলেন-এখন কেন্দ্ররাজ্য সংঘাতের সময়
নয়। এখন মানুষকে উদ্ধার করাটাই বড় লক্ষ্য।

 

 

রবিবার
দুপুরে ঘাটালে হাজির হয়েছিলেন তিনি। এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের সব থেকে
প্লাবিত এলাকা ঘাটাল মহকুমা। এই মহকুমা তে বহু স্বাস্থ্য কেন্দ্র বিদ্যালয়
মানুষের বাড়িঘর জলের তলাতে এখনো। ঘাটাল থানা এখনো জলমগ্ন পরিস্থিতিতেই। প্রশাসনিক
আধিকারিকরা ত্রাণ বিলি অব্যাহত রেখে মেডিকেল টিম কুড়িটি চালিয়ে যাচ্ছেন।
পর্যাপ্ত পানীয় জল সরবরাহ অব্যাহত রেখেছেন সকলেই। বন্যার শুরুতেই একবার ঘাটালে
এসে প্রস্তুতি খতিয়ে দেখে গিয়েছিলেন দেব। রবিবার দুপুরে পুনরায় হাজির হলেন
নিজের সংসদ এলাকা ঘাটালে। সঙ্গে নিয়েছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী
জাভেদ খান কেও। দুজনে নৌকাতে ত্রাণের সামগ্রী নিয়ে ঘাটালের আজবনগর এলাকার বেশ
কিছু স্থানে বিলি করলেন।

 

এদিন দেব
বলেন-” মানুষ প্লাবিত পরিস্থিতির মধ্যে খুব খারাপ অবস্থায় রয়েছে। আমরা
যথাসম্ভব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তাদের সমস্যাটা বোঝার চেষ্টা করব।
রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কেন্দ্রকে চিঠি দিয়েছেন। এই মুহূর্তে আমরা সংবাদ
মাধ্যমের সামনে ভাষণ দিয়ে মানুষকে বাঁচাতে পারবো না। এখন লক্ষ যেকোনোভাবে মানুষের
কাছে পৌঁছানোর তাদের উদ্ধার করা। প্রাকৃতিক দুর্যোগের সাথে আমরা লড়াই কিছুতেই
করতে পারব না। তবে তাদের পাশে থাকার চেষ্টা করছি।”


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *