Home Blog Ghatal: ভরা বর্ষা এখনো নেই, ডেঙ্গুর প্রকোপ ঘাটালে, ডেঙ্গু ও বন্যা নিয়ন্ত্রণে...

Ghatal: ভরা বর্ষা এখনো নেই, ডেঙ্গুর প্রকোপ ঘাটালে, ডেঙ্গু ও বন্যা নিয়ন্ত্রণে জরুরি বৈঠক জেলা শাসকের

38
0

 

ঘাটাল: ভরা বর্ষা এখনো তেমন ভাবে পরিলক্ষিত হয়নি। তার আগেই ঘাটালের পরিস্থিতি নিয়ে ভাবনা শুরু করে দিল প্রশাসন। কারণ ইতিমধ্যেই ঘাটালে ৬ জন ডেঙ্গুতে সংক্রমিত। বর্ষা বা বন্যার প্রক্ষক হলে এটা আরো বাড়বে বলে আশঙ্কা প্রশাসনের। দ্রুত ঘাটালে জরুরী বৈঠক সেরে হাসপাতাল পরিদর্শন সারলেন জেলাশাসক ও স্বাস্থ্যকর্তারা।

বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ ঘাটালে মহকুমা শাসকের দপ্তরে বৈঠকে বসেন জেলা শাসক খোরশেদ আলী কাদেরী সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সারেঙ্গী, বিভিন্ন জনপ্রতিনিধি ও পৌরসভার আধিকারিকরা। আলোচনার সর্বাগ্রে উঠে আসে বীরসিংহ উন্নয়ন পর্ষদের বিষয়। বিদ্যাসাগরের গ্রাম বীরসিংহ সংলগ্ন এলাকাকে উন্নয়নে ঢাকতে ১১.২ কোটি টাকার ২১ টি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলাশাসক খুরশেদ আলী কাদেরী জানান -” বীরসিংহ এলাকার উন্নয়নে ২১ টি প্রস্তাব অনুমোদন হয়েছে। শীঘ্রই ই টেন্ডার করা হবে। উন্নয়নে অগ্রাধিকার থাকছে আইসিডিএস ,স্কুল এস সি এস টি সম্পর্কিত বিষয়গুলি। সেই সঙ্গে ডেঙ্গু বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আলোচনার বড় অংশ ছিল ঘাটালের বন্যা নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা আগে থেকেই নেওয়া নিয়ে।”

জেলাশাসক জানিয়েছেন ঘাটালে ইতিমধ্যেই ভরা বর্ষা না হলেও ছয় জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তারা চিকিৎসাধীন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ডেঙ্গু যাতে না ছড়িয়ে পড়ে সেজন্য বিডিও, পৌরসভার চেয়ারম্যানকে দৈনিক ভিত্তিতে বিষয়গুলি খতিয়ে দেখতে বলা হয়েছে। সেইসঙ্গে বন্যার সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দুর্বল বাঁধ গুলি মজবুতীকরণে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ঔষধ,ত্রান সামগ্রী কতটা মজুদ রয়েছে, কতখানি লাগতে পারে, নৌকা কতখানি প্রস্তুত রয়েছে এই বিষয়গুলি নিয়েও নিশ্চিত করা হয়েছে আলোচনায়।

এরপর ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে যান আধিকারিকরা। সেখানে হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখেন আরো একবার।


Previous articleElephant : বুধবারের কান্ডই ফের রিপিট বৃহস্পতিবার,রাতে বাড়ি তছনছ,সকালে গ্রামবসীকে আক্রমন কলাইকুন্ডাতে
Next articleThunder death : অল্প বৃষ্টিতেই বজ্রপাত, মাঠেই মৃত্যু হল তিনজনের, বজ্রাহত আরও তিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here