Home Blog Ghatal : দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটছে না ঘাটাল বাসীর, ঘাটালে ৬ টি...

Ghatal : দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটছে না ঘাটাল বাসীর, ঘাটালে ৬ টি ওয়ার্ড জলমগ্ন,প্রশাসনের আশঙ্কা ডেঙ্গু সংক্রমনের!

51
0

 

ঘাটাল:
কয়েকদিনের প্রবল বর্ষণ ও বেশ কয়েকটি বাঁধে জল ছাড়ার কারণে ঘাটালে (Ghatal) শিলাবতী ও
ঝুমি (silaboti and jhumi river) নদীর জল বেড়ে ফের কিছুটা প্লাবন (flood) পরিস্থিতি ঘাটালে। রাস্তা থেকে বিদ্যালয়
অনেক কিছুই জলমগ্ন। দুদিন ধরে চরম ভোগান্তি ঘাটাল পৌর এলাকার ছটি ওয়ার্ডে জল
ঢুকে। প্রশাসনের হিসেবে এটি বন্যা না বলা গেলেও সাময়িক সমস্যা বলে তারা মনে
করছেন। সেই সঙ্গে ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় ব্যবস্থা নেওয়া শুরু
করলেন।

 

 

পশ্চিম
মেদিনীপুরের (Paschim Medinipur) ঘাটাল (Ghatal) পৌর এলাকার ১
,,,,,১০ ওয়ার্ড ঢুকেছে।
স্থানীয়দের দাবি এটা বন্যার জল। কারণ ইতিমধ্যেই রাস্তাঘাট জলের তলায়। জল ঢুকেছে
বেশ কয়েকটি স্কুলে
, ডুবেছে খেলার মাঠ, ছোটখাটো রাস্তাও। ঘাটাল পৌরসভা (Ghatal Municipality) ২ নম্বর ওয়ার্ডের সৎসঙ্গ
প্রাথমিক বিদ্যালয়
, এক নম্বর ওয়ার্ডের
সুকচন্দ্রপুর জুনিয়র হাই স্কুল
, সুকচন্দ্রপুর
প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুলেও জল ঢুকে যাওয়ায় পঠন-পাঠনের সমস্যা
হচ্ছে। ঘাটাল চন্দ্রকোন রাজ্য সড়কের আড়গোড়া চাতালেও হাটু সমান জল। ধীরগতিতে
বাড়ছে ঘাটালে বন্যার (Ghatal flood) জল। আর এতেই নাভিশ্বাস হয়ে উঠেছে ঘাটাল পৌর (Ghatal municipality) এলাকার
বাসিন্দাদের।

পুজো (Durga pujo) আসছে, তার আগেই ঘাটাল শহর ও সংলগ্ন এলাকায় এই সমস্যা মানুষকে
জটিল পরিস্থিতির আশঙ্কা করতে বাধ্য করছে। স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে বলেই দাবি
স্থানীয় বাসিন্দাদের। প্রতি বছর যে বৃহৎ আকারে বন্যা পরিস্থিতি তৈরি হয়
, সেই পরিস্থিতি এবার না হলেও বেশ কিছুটা প্লাবন পরিস্থিতি গত
কয়েক মাসে দু-দফায় ভোগ করতে হলো ঘাটালকে।


Previous articleRGKar : মেদিনীপুর মেডিকেলেও অত্যাচার চালায় তৃণমূল ছাত্র পরিষদ! ঘটতে পারে আরজিকর কান্ড। প্রিন্সিপালকে সাড়ে ৬ ঘন্টা ধরে আটকে রাখলো জুনিয়ার ডাক্তাররা
Next articleRGkar : অন্য ইস্যুতে এবার মেদিনীপুর মেডিক্যালে উত্তেজনা,রাতেও বোর্ড রুমে আটকে ডিন ও সুপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here