Home Blog Ghatal : দুপুরে রাস্তা ফাঁকা দেখে বৃদ্ধার কানের গহনা ছিঁড়ে নিয়ে পালাতে...

Ghatal : দুপুরে রাস্তা ফাঁকা দেখে বৃদ্ধার কানের গহনা ছিঁড়ে নিয়ে পালাতে গিয়ে ধৃত ছিনতাইবাজ,খুঁটিতে বেঁধে রাখলেন গ্রামবাসীরা

30
0

দাসপুর: দুপুরে পাড়ার মধ্যে
শুনশান চেহারা
, রাস্তা ফাঁকা। পাশেই এক বৃদ্ধার কানের সোনার গহনা
ছিঁড়ে নিয়ে পালানোর চেষ্টা দুই ছিনতাইবাজের। বৃদ্ধার চেঁচামেচিতে সামনে থাকা
লোকজন ঘিরে আটকে ফেলে একজনকে। বিদ্যুৎপস্টে বেঁধে চললো চড় থাপ্পড়। পরে তুলে
দেওয়া হয় পুলিশের হাতে।

 

মঙ্গলবার দুপুরের পর ঘটনাটি ঘটেছে
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জালালপুর এলাকায়। জানাযায়
, একটি বাইকে করে দুই যুবক গ্রামের রাস্তায় যাচ্ছিল ।সেই সময় জালালপুর
এলাকায় বছর পঞ্চান্নর এক প্রৌঢ়া জ্যোৎস্না বেরা গবাদি পশুকে খাবার দিতে
যাচ্ছিলেন। সেই সময় ওই দুই যুবক ওই প্রৌঢ়ার এক দিকের কানে থাকা একটি সোনার কানের
দুল চলন্ত বাইক থেকেই কান ছিঁড়ে নিয়ে বাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই
ছিনতাইবাজ যুবকেরা। ওই প্রৌঢ়ার চিৎকারে গ্রামের মানুষজন নিমেষের মধ্যে বেরিয়ে এসে
প্রথমে বাইকটিকে আটকানোর চেষ্টা করে। বাইকটি দ্রুত গতিতে থাকায় পেছনে বসে থাকা ওই
ছিনতাইবাজ গ্রামের মানুষজন ধরে ফেলে।পরে গ্রামের মানুষজন একটি ইলেকট্রিক খুঁটিতে
ওই ছিনতাইকারীকে বেঁধে চলে চড় থাপ্পড়। খবর দেওয়া হয় দাসপুর থানায়। ঘটনার খবর
পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে
ইলেকট্রিক খুঁটিতে বেঁধে রাখা ওই ছিনতাই বাজকে উদ্ধার করে দাসপুর থানায় নিয়ে
আসে।


 অপরদিকে পলাতক ওই বাইক চালকের খোঁজে ইতিমধ্যে
বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে দাসপুর থানার পুলিশ। তবে এই ঘটনায় ওই
বৃদ্ধার কানের একটা অংশ কেটে গিয়ে রক্তাক্ত হয়েছে।



Previous articleZelaparisad: মুখ্যমন্ত্রী অভিযোগ পাওয়ায় কি সভাধিপতির পদ গেল উত্তরার? জল্পনা রেখে সভাধিপতি হলেন প্রতিভা
Next articleMohonpur Bridge : জাতীয় সড়কে কাজের জন্য পুলিশের ব্যারিকেড, না জেনে সেই রাস্তায় পালাতে গিয়ে পুলিশের জালে ওড়িষ্যার দুই দুষ্কৃতি, উদ্ধার মোটা টাকা, বহু নম্বর প্লেট সহ বিভিন্ন জিনিসপত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here