Home Blog Ghatal : টিউশান পড়তে গিয়ে স্নান করতে নেমে নিখোঁজ হওয়ার ২৪...

Ghatal : টিউশান পড়তে গিয়ে স্নান করতে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর কেঠিয়া নদী থেকে একাদশ শ্রেনীর ছাত্রের দেহ উদ্ধার করল এনডিআরএফ

17
0

 

ঘাটালঃঅবশেষে ঘাটালের কেঠিয়া নদীতে তলিয়ে যাওয়া স্কুল পড়ুয়া রোহিতের দেহ মিলল ডুবে
যাওয়া স্থান থেকে ৩ কিলোমিটার দূরে৷ উদ্ধার হয়েছে চন্দ্রকোনা ১ ব্লকের বেড়াবেড়িয়া থেকে। সোমবার সকাল থেকে এনডিআরএফ
বাহিনীর তল্লাশীর পরে সেখান থেকে তিন কিমি দুরে একটি গ্রামের পাশে নদীতে স্থানীয়রা
দেহটি দেখতে পায় ৷ পর এনডিআরএফ টিমকে খবর দিলে তাঁরা গিয়ে উদ্ধার করেছেন ৷


 জানা যায় ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের ছয়জন
স্কুল পড়ুয়া
টিউশান পড়তে যাওয়ার নাম করে বেরিয়েছিল বাড়ি থেকে ৷ তাঁরা টিউশানের পরে ক্ষীরপাই এর বড়মা মন্দির দর্শন করে রবিবার দুপুর
নাগাদ ক্ষীরপাইয়ের কেঠিয়া ব্রিজ সংলগ্ন নদীতে স্নান করতে নেমে
পড়েছিল ৷ বর্ষনের
জলে পরিপুর্ন কেঠিয়া নদীতে স্রোত ছিল ৷সেই জলের স্রোতে তলিয়ে যা ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা ঘাটাল বিদ্যাসাগর হাই
স্কুলের একাদশ শ্রেণির ছাত্র রোহিত মোদক। অনেক খোঁজাখুঁজির পরেও উদ্ধার হয়নি
রোহিতের দেহ
৷ স্থানীয় লোকজন ছাড়াও ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ পর্যন্ত জলে নেমে
রবিবার দীর্ঘক্ষন দেহ খোঁজ করেছে ৷ রবিবার না পেয়ে সোমবার সেখানে হাজির হয় এনডিআরএফ
এর টিম ৷সকাল থেকেই তাঁর খোঁজ শুরু করেছিল ৷


 ঘটনাস্থলে খোঁজ চালানোর পরে সোমবার দুপুরে রোহিতের দেহ কেঠিয়া নদীর বেড়াবেড়িয়াতে
ভেসে
ওঠেস্থানীয়রা জানালে  উদ্ধারকারী এনডিআরএফ সেখানে গিয়ে দেহ উদ্ধার করেছে
পুলিশ রোহিতের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।


Previous articleGhatal : “টাকা নিয়ে বিজেপির জয়ী প্রার্থীদের কিনতে এসেছেন তৃণমূল নেতা”, এই অভিযোগ শুক্রবার রাতে এক ব্যক্তিকে বেঁধে রেখে বিক্ষোভ দেখালো বিজেপি
Next articleGhatal : গ্রামপঞ্চায়েত বোর্ড দখলের পর গঙ্গাজল ছড়িয়ে পঞ্চায়েত কার্যালয় শুদ্ধ করে চেয়ারে বসলেন বিজেপির প্রধান ও উপপ্রধান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here