Home Blog Ghatal : “টাকা নিয়ে বিজেপির জয়ী প্রার্থীদের কিনতে এসেছেন তৃণমূল নেতা”, এই...

Ghatal : “টাকা নিয়ে বিজেপির জয়ী প্রার্থীদের কিনতে এসেছেন তৃণমূল নেতা”, এই অভিযোগ শুক্রবার রাতে এক ব্যক্তিকে বেঁধে রেখে বিক্ষোভ দেখালো বিজেপি

30
0

 

ঘাটাল: ১০ আগস্ট থেকে গ্রাম
পঞ্চায়েতে বোর্ড গঠন শুরু হবে। তার আগে ত্রিশঙ্কু থাকা গ্রাম পঞ্চায়েত বোর্ড
গুলিতে জয়ী প্রার্থীদের কেনা বেচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ঘাটালের একটি
ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েতে প্রার্থী কেনা নিয়ে জল্পনার মাঝে প্রার্থী কিনতে আসার
অভিযোগে এক ব্যক্তিকে বেঁধে রেখে চড় থাপ্পড় বিজেপি কর্মীদের। বিজেপির
দাবি-“ওই ব্যক্তি তৃণমূলের কর্মী
, টাকার ব্যাগ নিয়ে
বিজেপি প্রার্থী কিনতে রাতের বেলা এলাকায় এসেছিল।” স্থানীয় বিজেপির কর্মী
সমর্থকরা আটকে বেঁধে রাখে প্রথমে । উত্তেজনা তৈরি হয়। পরে ঘাটাল থানার পুলিশ
গিয়ে তাকে উদ্ধার করে এনেছে রাতেই। তবে তৃণমূলের দাবি “ধৃত ব্যক্তি তৃণমূলের
কেউই না”।

 

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর
জেলার ঘাটাল থানার সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের ইড়পালা এলাকায়। সুলতানপুর গ্রাম
পঞ্চায়েতের মোট ২১ টি আসন পঞ্চায়েত নির্বাচনে ২১টি আসনের মধ্যে দশটি পেয়েছে
তৃণমূল
,
দশটি বিজেপি এবং একটি নির্দল অর্থাৎ ত্রিশঙ্কু হয়েছে পঞ্চায়েত
নির্বাচনের ফলাফল। তৃণমূলের বোর্ড গঠন করতে নির্দল সহ বিজেপি জয়ী প্রার্থীদের
তৃণমূলের যোগদানের জন্য অনেকদিন ধরেই তৃণমূল চেষ্টা চালাচ্ছে বলে দাবি বিজেপির। অভিযোগ
, শুক্রবার রাত আটটা নাগাদ টাকা ভর্তি ব্যাগ নিয়ে মনসুকা
এলাকার অসিত গোস্বামী নামে এক ব্যক্তি বিজেপি প্রার্থী কেনার জন্য কৌশল করে হাজির
হয়ে যান। কোন প্রার্থীকে নাকি ফোন করেন এবং পৌঁছে যান ইড়পালা বাস স্ট্যান্ড
এলাকায়। কোনভাবে জানতে পেরে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা অসিত গোস্বামীকে
এলাকার বিজেপি সমর্থকেরা দড়ি দিয়ে বেঁধে ফেলেন। ব্যাগ ভর্তি টাকা নিয়ে বিজেপির
জয়ী প্রার্থীদের কিনতে এসেছেন এই তৃণমূল নেতা- অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন
তারা। দীর্ঘক্ষণ তৃণমূল নেতাকে ঘেরাও করে রাখার পর খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ
গিয়ে উদ্ধার করে তৃণমূল নেতা অসিত গোস্বামীকে। যা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়েছে
রাজনৈতিক মহলে।

 

বিজেপির ঘাটালের বিধায়ক শীতল
কপাট বলেন-“এই অসিত গোস্বামী তৃণমূলের স্থানীয় পরিচিত নেতা। বোর্ড গঠন করার
জন্য তিনি টাকার ব্যাগ নিয়ে প্রার্থী কিনতে হাজির হয়েছিলেন। আমরা জানতে পেরে
তাকে আটক করেছি। অবিলম্বে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ প্রশাসন না নিলে আমরা
প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামবো।”

 

এই ঘটনায় তৃণমূলের জড়িত থাকার
অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ঘাটাল ব্লকের সভাপতি দিলীপ মাঝি। তিনি
বলেন-” অসিত গোস্বামী তৃণমূলের কোনো পদে আছে বলে আমার জানা নেই। তৃণমূলের
সঙ্গে জড়িত নন উনি। তৃণমূল এই কাজ করতে যায়নি। বিরোধীদের সাজানো এটি একটি
ষড়যন্ত্র মাত্র।”

 

#medinipur,#Ghatal,#panchayetelection,#TMC,#BJP,#Panchayetelection2023


Previous articleMidnapur Municipality : হাইকোর্টের নির্দেশে অবৈধ ক্লাব ভাঙতে গিয়ে পৌরকর্তারা দেখলেন চলছে পড়াশোনা, জেসিবি ডাম্পার পুলিশ নিয়ে ফিরলেন পৌরকর্তারা
Next articleGhatal : টিউশান পড়তে গিয়ে স্নান করতে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর কেঠিয়া নদী থেকে একাদশ শ্রেনীর ছাত্রের দেহ উদ্ধার করল এনডিআরএফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here