Home Blog Ghatal : গ্রামপঞ্চায়েত বোর্ড দখলের পর গঙ্গাজল ছড়িয়ে পঞ্চায়েত কার্যালয় শুদ্ধ করে...

Ghatal : গ্রামপঞ্চায়েত বোর্ড দখলের পর গঙ্গাজল ছড়িয়ে পঞ্চায়েত কার্যালয় শুদ্ধ করে চেয়ারে বসলেন বিজেপির প্রধান ও উপপ্রধান

39
0

 

ঘাটাল: তৃণমূলের হাত থেকে
গ্রামপঞ্চায়েতের বোর্ড দখল করতে সক্ষম হয়েছে বিজেপি ৷ সেই বোর্ডের নির্বাচনে জয়ী
হয়ে পঞ্চায়েত অফিসের চেয়ারে বসার পুর্বে পুরো অফিস গঙ্গাজল দিয়ে ধুয়ে নিলেন বিজেপি
নেতারা ৷ তাদের দাবি- তৃণমূলের দুর্নীতিতে যে পাপ হয়েছিল, তা ধুয়ে নিতে গঙ্গাজল
ব্যাবহার করা হয়েছে ৷

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর
জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতে। জানা যায় ঘাটালের ১১ নম্বর
মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতে মোট ১৪ টি আসনের মধ্যে ১০টি পেয়েছে বিজেপি এবং ৪ টি
পেয়েছে তৃণমূল। সেই গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার বোর্ড গঠন করে বিজেপি। গ্রাম
পঞ্চায়েত বোর্ড গঠনের পর কলসিয়ে করে গঙ্গাজল নিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে
ছড়িয়ে শুদ্ধ  করে বিজেপি কর্মীরা। তারপরেই
চেয়ারে বসলেন বিজেপির প্রধান পারুল চাণক এবং উপপ্রধান বাপন বর।

 

বিজেপি কর্মীদের দাবি আমাদের
গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের যে প্রধান ছিল তার যত পাপ আমরা গঙ্গাজল দিয়ে ধুয়ে
দিয়ে পবিত্র জায়গায় পবিত্র প্রধান কে আমরা বসাচ্ছি। সেই কারণেই পঞ্চায়েত
অফিসের মধ্যে আমরা গঙ্গাজল ছড়াচ্ছি।

 

গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে
গঙ্গাজল ছড়ানোর বিষয়ে বিজেপি কে পাল্টা খোঁচা দিয়েছেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক
জেলার সভাপতি আশীষ হুদাইত।
তিনি বলেন-“ ওনারা শুনলাম গঙ্গাজল দিয়ে ধুয়ে কাজ শুরু
করছেন ,কারন আমরা সেখানে ছিলাম বলেন৷ তাহলে মুখ্যমন্ত্রীর ৭০ টি প্রকল্পকে কিভাবে ধুয়ে
নেবেন ৷ সেগুলিকে কিভাবে গ্রহন করবেন তাঁরা ?”


Previous articleGhatal : টিউশান পড়তে গিয়ে স্নান করতে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর কেঠিয়া নদী থেকে একাদশ শ্রেনীর ছাত্রের দেহ উদ্ধার করল এনডিআরএফ
Next articleGhatal : “প্রধান অথবা উপপ্রধান করতে হবে আদিবাসী থেকে”, দাবি না মানা হলে বোর্ডগঠন কক্ষে আদিবাসীরা ঢুকলো তীর-ধনুক নিয়ে,রাস্তা অবরোধ, উত্তেজনা ঘাটালে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here