Home Ghatal Live Kalipuja : কালী পুজোতে বাড়ির ছাদে জুয়া-মদের আসর, দরজা বন্ধ করে ধরল...

Kalipuja : কালী পুজোতে বাড়ির ছাদে জুয়া-মদের আসর, দরজা বন্ধ করে ধরল ১৩ জনকে

151
0

দাসপুর: কালীপুজোর রাতে দেদার মদের আসর বাড়ির ছাদে। সাথে জুয়ার আয়োজন। জমাটি সেই আসর মধ্যরাতে। বিশেষ মাধ্যমে খবর পেয়ে যায় পুলিশ। সোজা এসে ছাদের রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। অতর্কিত হানা দিতে আসর ছত্রভঙ্গ করে পালাতে চেষ্টা করেও ব্যর্থ হয় আসরের সদস্যরা। শেষ পর্যন্ত পুলিশের হাতে পরপর ধরা পড়ে যায় ১৩ জন। সেখানে চলা জুয়ার বোড়ে উদ্ধার হয় মোটা টাকা।



ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের ডিহি চেতুয়া এলাকায়। কালী পূজার রাতে বাড়ির ছাদে চলছিল জুয়ার আসর। সঙ্গে দেদার মদ্যপানের ব্যবস্থা। রীতিমতো হইচই জমাটি আসর সেটি। শুধুমাত্র সেই খবর পৌঁছে যায় দাসপুর থানার পুলিশের কাছে। রাতেই পুলিশ সেই আসরে হানা দেয়। আসরে থাকা লোকজন বিষয়টি বুঝতে পেরেই পড়িমরি করে জুয়ার আসর ছেড়ে পালানোর চেষ্টা করে। তবে শেষমেষ রক্ষা হলো না। প্রধান প্রবেশ পথ পুলিশ বন্ধ করে দেওয়াতে পরপর ১৩ জনকেই পুলিশের হাতে ধরা পড়তে হল। তবে কয়েকজন পালাতে সক্ষম হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। তাদেরও খোঁজ করছে পুলিশ।



এ দিনের সেই আসর থেকে ১ লক্ষ ৭ হাজার টাকা উদ্ধার হয়েছে। যা জুয়ার জন্য ব্যবহার করা হচ্ছিল। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটর বাইক। দাসপুর পুলিশ সূত্রে খবর, ধৃতদের সকলকেই শুক্রবার তোলা হয়েছে ঘাটাল মহাকুমা আদালতে। যারা গ্রেপ্তার হয়েছে, তারা পশ্চিম মেদিনীপুর ছাড়াও অন্যান্য জেলার বাসিন্দা।

Previous articleJangalmahal : পুজোতে রঙিন আলোর রোশনাই নয়, সারারাত মশাল হাতে গ্রাম পাহারায় জঙ্গলমহলের বাসিন্দারা
Next articleJangalmahal : জঙ্গলমহলে প্রচারে বেরিয়ে উদ্যাম নৃত্য তৃণমূল প্রার্থী ও বিধায়কের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here