Home Medinipur Live Sand smuggling: নকল সিও নিয়ে বালি পাচার, গ্রেপ্তার চার

Sand smuggling: নকল সিও নিয়ে বালি পাচার, গ্রেপ্তার চার

53
0

মেদিনীপুর: বেআইনি বালি পাচার রুখতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈধ খাদান ছাড়া অবৈধভাবে পশ্চিম মেদিনীপুরে বালি তোলার অভিযোগ শোনা যায়নি। কিন্তু সেই বৈধ খাদান থেকে বালি নিয়ে নকল সিও করে পাচার করা হচ্ছিল। এবার ধরা পড়লো পুলিশের হাতে। নকল সিও তৈরীর অভিযুক্ত সহ ঘটনায় মোট চার জন গ্রেফতার। ঘটনাটি মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল থানা এলাকায়। গ্রেফতার হওয়া চারজন হলেন নাসির খান, আশিক মুন্সী, বচন রায়,  আলমগীর খান। এদের বাড়ি কোতোয়ালি থানার রামনগরে এলাকায়।

পুলিশ জানিয়েছে, ঘটনা সূত্রপাত গত ৮ ফেব্রুয়ারি। ওই রাতে একটি বালি বোঝায় লরির সিও-তে সন্দেহ হয়। লরিটিকে আটক করা হয়। লরির সঙ্গে থাকা চালক এবং দুজন খালাসী ছিলেন। তাদেরও আটক করা হয়েছিল। পরে সিও পরীক্ষা করে দেখা গিয়েছে সেটি সম্পূর্ণ নকল। তাদের গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে কোথায় এই নকল সিও তৈরি করা হতো বা এর পেছনে মাথা কে।

সেই মতো সোমবার রাতে অভিযান চালায় মেদিনীপুর সদরের রামনগর এলাকায়। সেখান থেকে আলমগীর খান নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ওই যুবক ২০০ টাকার বিনিময়ে নকল সিও বানিয়ে দিত এবং এর আগেও ওই সিও দিয়ে বিভিন্ন এলাকায় তারা বালি পাচার করেছে। কিন্তু এদিন পুলিশের নজরদারিতে ধরা পড়ে যায়। ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এর পেছনে আরো কেউ যুক্ত কিনা তার তদন্ত চলছে। কোন কোন এলাকায় এই নকল সিও ব্যবহার হতো তা জানারও চেষ্টা করছে পুলিশ।

Previous articleGhatal master plan: মাস্টার প্ল্যানে বরাদ্দ ঘোষণা হতেই উচ্ছ্বাসের মিছিল ঘাটালে,দেব বললেন “স্বপ্ন পুরন হচ্ছে”
Next articleRoad tax: গাড়ির ট্যাক্স পেমেন্টের ঝক্কি শেষ ! রাজ্যে চালু নতুন নিয়ম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here