Home Blog Forest Raid :আনন্দপুরে কাঠ চেরাই মিলে অভিযান বন দফতরের, সিল করল মিল

Forest Raid :আনন্দপুরে কাঠ চেরাই মিলে অভিযান বন দফতরের, সিল করল মিল

21
0

 

মেদিনীপুর: বনমহোৎসব শেষ
হতেই অবৈধ কাঠ চেরাই মিলগুলিতে অভিযানে নামল বন দফতর। বৃহস্পতিবার পশ্চিম
মেদিনীপুর জেলার গোদাপিয়াশাল রেঞ্জের আনন্দপুরে সিল করল একটি কাঠ চেরাই মিল। জেলায়
এরকম বহু অবৈধ মিল রয়েছে বলে অভিযোগ।

 

 উল্লেখ্য, গতবছর গাছ কাটা এবং
পাচার নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। তারপরই জেলায় বড়োসড়ো অভিযানে নামে বন দফতর। জেলায় যত্রতত্র
গজিয়ে উঠেছিল অবৈধ কাঠ চেরায় মিল। চলছিল বিনা লাইসেন্সে। বন্ধ করা সেই মিলগুলি
পুনরায় কয়েক মাস আগে আবার লুকিয়ে চালু করে বলে অভিযোগ। খবর পেয়ে বৃহস্পতিবার
গোদাপিয়াশাল রেঞ্জের আধিকারিক শান্তনু কুলভির নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালায়।
আনন্দপুরের নতুনবাজার এলাকায় দুলাল রানা নামে এক ব্যক্তির কাঠ চেরাই মিল সিল করে।

 

বন দফতর থেকে জানা গিয়েছে, ওই মিলটির কোনো অনুমোদন ছিল না। বেশ কিছু কাঠের গুঁড়ি বাজেয়াপ্তর
পাশাপাশি সিল করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলার কেশপুর
, চন্দ্রকোণা এলাকায় এমন একাধিক অবৈধ মিল রয়েছে বলে অভিযোগ। এর আগে অবৈধ
মিলগুলি সিল করলেও সম্প্রতি লুকিয়ে কাঠ চেরায়ের কাজ শুরু করেছে বলে অভিযোগ। জেলার
সমস্ত মিলগুলিতে অভিযান চলবে বলে বন দফতর সূত্রে
 জানা গিয়েছে


Previous articleMobile theft: ছিনতাই হয়ে গিয়েছিল কিংবা কোন ভাবে খোয়া গিয়েছিল, এমন ২৬ টি মোবাইল খুঁজে দিল খোঁজ পোর্টাল
Next articlemaharam :অনুকূল আবহাওয়া, কেশপুরে আখড়ার মঞ্জিল দিতে সুসজ্জিত তাজিয়ার শোভাযাত্রা নজর কাড়লো সকলের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here