Home Blog Forest Raid : আদালতের রায়ে ফের কাঠ চেরাই মেশিনকেই ক্রেন দিয়ে তুলে...

Forest Raid : আদালতের রায়ে ফের কাঠ চেরাই মেশিনকেই ক্রেন দিয়ে তুলে নিয়ে গেল বন দফতর

21
0

 

গড়বেতা: আগে দুবার সিল করেছিল বন দফতর। তারপরও লুকিয়ে চলছিল কাঠ চেরাই মিল। অবশেষে
গড়বেতা আদালতের নির্দেশে মেশিন তুলে নিয়ে গেল বন দফতর। ঘটনাটি বুধবার পশ্চিম
মেদিনীপুর জেলার চন্দ্রকোণা রেঞ্জের সাতবাঁকুড়াতে। গত সপ্তাহে শনিবার চন্দ্রকোণার
পাথরাতে এমনই একটি মিলের
স-মেশিন তুলে নিয়ে গিয়েছে বনবিভাগ। তাতে অবশ্য নানা কাঠখড় পোড়াতে হয়েছে বন দফতরকে।

 

 বন দফতর সূত্রে জানা গিয়েছে, এক বছর আগেও বনদফতরের
পক্ষ থেকে অভিযান শুরু হয়েছিল ৷ কাঠ মিলের মালিকদের হুশিয়ারি দিয়ে অনুমতি নিতে বলা
হয়েছিল ৷কিন্তু তা হয় নি ৷ পরিস্থিতি দেখে ফের অভিযান শুরু হয় ৷ বিশেষ করে কয়েকমাস
আগের গড়বেতার বিভিন্ন এলাকাতে বেআইনী ভাবে গাছ কাটার ঘটনাতে তোলপাড় পরিস্থিতি তৈরী
হতেই অবৈধ কাঠ চেরাই মিলগুলিতে অভিযান ৷  বুধবার পুলিশের সাহায্যে
চন্দ্রকোণা রেঞ্জের আধিকারিক তমাল কুমার মুখার্জীর নেতৃত্বে অভিযান চালায়
বনকর্মীরা। ক্রেন দিয়ে চেরাই মেশিন তুলে নিয়ে আসা হয় বন দফতরে। মিল মালিককে
ধরানো হয়েছে আইনি নোটিশ।

 বন দফতর থেকে জানা গিয়েছে, সাতবাঁকুড়াতে এক ব্যক্তি অবৈধ ভাবে কাঠ চেরাই মিল চালাচ্ছিলেন। এর আগে দুবার সিল করার পর আদালতে মামলা হয়েছিল। বনদফতরকে বেগ পেতে হয়েছিল সিল
করার পরে ৷ তাই আদালতের রায়ে বুধবার দুপুরে অভিযান চালায় বন দফতর।

তবে এবার আর সিল নয়,
মেশিন তুলে নিয়ে আনা শুরু হয়েছে। মেদিনীপুর
বনবিভাগের এডিএফও শুভাষিস ঘোষ জানিয়েছেন
, “ওই মিলটির
কোনো অনুমোদন ছিল না। এর আগে সিল করা হয়েছিল। এদিন আদালতের রায়ে মেশিনটি তুলে আনা
হয়েছে। চন্দ্রকোণাতে এরকম দুটি মিলে মেশিন তুলে আনা হয়েছে। আনন্দপুরে একটি মিল সিল
করা হয়েছে। লাগাতার অভিযান চলবে।”


Previous articleHeavy Rain: দুদিনের বর্ষণেই প্রভাব ঘাটালে, ১২ ঘণ্টার মধ্যেই নদীর উপরে থাকা ৭টি সেতু ভেঙে নষ্ট, জল ঢুকলো বিভিন্ন বাড়িতে ও হাসপাতালে
Next articleJune Mali : মেদিনীপুর শহর সংলগ্ন ১৭ হাজার ছাত্রছাত্রীর পোশাক তৈরি করলেন “স্বয়ংসিদ্ধা”, হস্তান্তর করলেন জুন মালিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here