Home Blog Forest Fire: মেদিনীপুর সদরের জঙ্গলে ভয়াবহ আগুন, অল্পে রক্ষা পেল গ্যাসের গোডাউন,...

Forest Fire: মেদিনীপুর সদরের জঙ্গলে ভয়াবহ আগুন, অল্পে রক্ষা পেল গ্যাসের গোডাউন, ছুটল দমকল

30
0

 

মেদিনীপুর : ফের জঙ্গলে
ভয়াবহ আগুন লাগার ঘটনা। শনিবার বিকেলে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার
লোহাটিকরীর জঙ্গলে কেউ বা কারা জঙ্গলের শুকনো ঝরা পাতায় আগুন লাগিয়ে দেয়। দাউ
দাউ করে জ্বলতে থাকে। জঙ্গল ছেড়ে মেদিনীপুর ধেড়ুয়া সড়কের কাছে চলে আসে সেই
আগুন। শুকনো ঘাস থাকায় আগুনের ফুলকি আরও উপরে উঠতে থাকে। মাত্র কয়েক ফুট
দূরত্বেই রয়েছে গ্যাসের গোডাউন। আতঙ্কিত হয়ে পড়েন গোডাউনে থাকা কর্মচারীরা। খবর
যায় বনদপ্তরে।

 বনকর্মীরা সেই সময় মাধ্যমিক পরীক্ষার্থীদের
নিরাপত্তার জন্য জঙ্গলে পাহারায় ছিলেন। তড়িঘড়ি ছুটে আসেন। এসে পরিস্থিতি দেখে
খবর দেওয়া হয় দমকলে। তবে দমকল আসার আগে স্থানীয় মানুষজনকে নিয়ে কিছুটা
নিয়ন্ত্রণে আনে। দমকল এসে বাকি আগুনটা নিভিয়ে ফেলে। অল্পের জন্য রক্ষা পেয়ে গেল
গ্যাসের গোডাউন। যেকোনো সময় ভয়াবহ বিপদ ঘটতে পারত।

ঘটনার পরেই বন দফতর ও পুলিশকে
ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত
মাইতি। তিনি বলেন
, “ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ জঙ্গলের
গাছ কাটার জন্য আগুন লাগানোর ঘটনা ঘটাচ্ছে। পুলিশ এবং বনদপ্তরকে জানিয়েছি তদন্ত
করে ব্যবস্থা নেওয়ার জন্য।”



Previous articleAdino virus : জেলায় পঞ্চাশের বেশি সন্দেহজনক শিশু ভর্তি হাসপাতালে,এডিনো পরিস্থিতি পরিদর্শনে বিধায়ক জুন মালিয়া
Next articleMedinipur Live: মেদিনীপুরে কংসাবতী নদীর ওপর দ্রুত শুরু হবে ২৪৫ কোটি টাকা ব্যয়ে চার লেনের সেতু,এপ্রোচে পুনর্বাসনের দাবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here