Home Blog Forest fire: দুদিন ধরে জঙ্গলে ভয়ানক আগুন, ফেলিং এর কাঠ পুড়ে ছাই,পুলিশে...

Forest fire: দুদিন ধরে জঙ্গলে ভয়ানক আগুন, ফেলিং এর কাঠ পুড়ে ছাই,পুলিশে অভিযোগ বনদফতরের

30
0

 

মেদিনীপুরলোকালয় থেকে দুকিলোমিটার দূরে গভীর জঙ্গলে শাল গাছ কাটা হচ্ছিল বনদপ্তরের পক্ষ থেকে (বন দফতরের ভাষায় ফেলিং)। ৫ হেক্টর জঙ্গল কাটার কথা থাকলেও দেড় হেক্টর কাটা হয়েছিল। কাজ চলছিলতার মাঝেই কেটে সাজিয়ে রাখা কাঠ সহ সবটাই পুড়ে ছাই ৷ দুদফাতে জঙ্গলে আগুন লাগিয়েছিল কেউ বা কারা ৷সেই সাথে পড়ে থাকা গাছের গুড়ি এবং ডালপালায় আগুন লাগিয়ে দেয়।  তাতেই সব ছাই হয়ে গিয়েছে ৷ ঘটনাতে পুলিশে অভিযোগ দায়ের করল বনদফতর ৷

 ঘটনাটি মঙ্গলবার রাতে ঘটেছে গুড়গুড়িপালের শালিকায়। পরের দিন সকালে গিয়ে বনকর্মী ও গ্রামবাসীরা দেখতে পান জঙ্গলের অনেকটা অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। অভিযোগ জানা গুড়গুড়িপাল থানায়।

জানা গিয়েছেপরপর দুদিন ধরে কেউ বা কারা শালিকার জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়দের চেষ্টায় নিভলেওমঙ্গলবার রাতে শেষ রক্ষা হয়নি। কেটে রাখা গাছের গুড়ি ও শুকনো ডালপালাতে আগুন লেগে সব পুড়ে যায়। বন দফতর থেকে জানা গিয়েছেকিছু উদ্ধার করা সম্ভব হলেও লক্ষাধিক টাকার কাঠ পুড়ে গিয়েছে।বুধবার গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বন সুরক্ষা কমিটির সম্পাদক গৌতম বিষই বলেন, “ঐদিন বিকেল থেকেই জঙ্গলে আগুন লাগানোর ঘটনা ঘটে। স্থানীয় মানুষজন গিয়ে তা নিভিয়ে দেন। সন্ধ্যার সময় ফের আগুন জ্বলতে দেখা যায়। বনকর্মীরা নিভিয়ে রাত্রি ৮ টার সময় ফিরে আসেন। গভীর রাতে কেউ বা কার ফের আগুন লাগিয়ে দেয়।পরের দিন সকালে গিয়ে দেখা যায় সমস্ত কাটা গাছ এবং ডালপালা পুড়ে গিয়েছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।” জঙ্গলের গাছ বিক্রি থেকে বন সুরক্ষা কমিটির সদস্যরা ৪০ শতাংশ ভাগ পান। এবার তাদেরও মাথায় হাত।

৯০ হেক্টর জঙ্গলের ৫ হেক্টর জমিতে বনদফতরের পক্ষ থেকে ফেলিং শুরু হয়েছে ৷ তার মধ্যে দেড় হেক্টর জমিতে গাছ কাটা হয়েছিল ৷ সেই কেটে রাখা গাছগুলিই পুড়ে নষ্ট হয়েছে ৷ 


Previous articleElephant attack:মাঠের ধান ঘরে,মাঠ ঘুরে হাতির পাল ছিটেবেড়ার বাড়ি ভেঙে খেল ধান
Next articleTET :টেটের মেধা তালিকায় পশ্চিম মেদিনীপুর থেকে শীর্ষে তিন ছাত্রী, অবাক তিন মেধাবীই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here