Home Blog Forest fire :জঙ্গলে লাগা আগুন পুড়িয়ে দিল রাস্তায় দাঁড়িয়ে থাকার তেল ট্যাংকারকে

Forest fire :জঙ্গলে লাগা আগুন পুড়িয়ে দিল রাস্তায় দাঁড়িয়ে থাকার তেল ট্যাংকারকে

40
0

 

মেদিনীপুর:
জঙ্গলে লেগে যাওয়া আগুন মঙ্গলবার ভোরে পুড়িয়ে দিল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা
খালি তেল ট্যাংকারকে। দমকল পৌঁছানোর আগেই অবশ্য বনদপ্তর ও স্থানীয়রা তা নিভিয়ে
দেয়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের আমাঝরনা জঙ্গলে

বারবার জঙ্গলে আগুন লাগা নিয়ে চিন্তায় বনদপ্তর ও প্রশাসন।

সোমবার বিকেল থেকে মেদিনীপুর সদর
এলাকার মুড়াকাটা ও আমাঝরনা জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটে। গভীর রাত পর্যন্ত সেই
আগুন জঙ্গলের গভীর পর্যন্ত ছড়িয়েছে। অনেক ছোট গাছ সহ বিভিন্ন অংশ পুড়েছে।

আমাঝরনা জঙ্গলের পাশেই বেশ
কিছুদিন ধরে রাস্তার ওপর দাঁড় করানো ছিল বিকল হয়ে যাওয়া একটি খালি তেল
ট্যাংকার। মেরামত করে নিয়ে যাওয়ার অপেক্ষায় ছিলেন গাড়ির মালিক। তার আগেই
সোমবার ভোরে জঙ্গলের ছড়িয়ে যাওয়া আগুন ধরে যায় দাঁড়িয়ে থাকা গাড়িতে।
স্থানীয়রা দেখতে পেয়ে নিজেরা উদ্যোগ নেয়
, সঙ্গ দেয় বনদপ্তরও।
অন্যদিকে খবর পেয়ে মেদিনীপুর থেকে রওনা দেয় দমকল বাহিনী। তবে দমকল বাহিনী পৌঁছে
যাওয়ার আগেই সেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনে বনদপ্তর ও স্থানীয়রা।

গত এক মাস ধরেই পশ্চিম
মেদিনীপুরের বিভিন্ন জঙ্গলে বারবার আগুন লাগার ঘটনা ঘটেছে। উদ্বিগ্ন দমকল থেকে
বনদপ্তরও। সাধারণ মানুষকে মাইকিং করে ও বিভিন্ন পদ্ধতিতে অনুরোধ করেও
পরিকল্পিতভাবে এই আগুন লাগানো থেকে সরাতে পারে
নি কেউ। সোমবার সন্ধ্যার
পর মুড়াকাটার জঙ্গলে লাগানো আগুন ছিল সবথেকে ভয়ানক। জঙ্গলের অনেকটা গভীর পর্যন্ত
ছড়িয়ে নষ্ট করেছে জঙ্গলের অনেক কিছুই।



Previous articlefire in jangal :সোমবার সন্ধ্যায় ভয়ঙ্কর আগুন মুড়াকাটার জঙ্গলে, ছড়িয়ে গেল বিস্তীর্ন এলাকায়
Next articleMamata Banerjee : একদিন আগেই মেদিনীপুরে মুখ্যমন্ত্রী, উদ্বোধন ও শিলন্যাস হবে ৭৫৫ কোটির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here