Home Blog Forest: পথ কুকুরদের তাড়া, জঙ্গল থেকে লোকালয়ে পুর্ণবয়স্ক চিতল হরিণ, ভীড় কৌতুহলিদের

Forest: পথ কুকুরদের তাড়া, জঙ্গল থেকে লোকালয়ে পুর্ণবয়স্ক চিতল হরিণ, ভীড় কৌতুহলিদের

26
0

 

নয়াগ্রাম: পথ কুকুরদের তাড়া কেয়ে জঙ্গল থেকে
বেরিয়ে আসা পুর্ণবয়স্ক চিতল হরিণ প্রবেশ করল গ্রামে৷ গ্রামের পাশে ঝোপে কোনোভাবে আটকে
গেলে কৌতুহলি গ্রামবাসীরও বেঁধে ফেলে হরিণটিকে ৷ দেখতে ভীড় জমে যায় গ্রামবাসীদের ৷
পরে বনদফতরের হাতে সেটিকে তুলে দেওয়া হল চিকিত্সার পরে স্থান হয় হিজলি ইকোপার্কে ৷
ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের নিগুইগ্রামে ৷

স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন- সোমবার সকালে
গ্রামবাসীরা কুকুরের চিত্কার চেঁচামেচীতে অস্বাভাবিক কিছু বুঝতে পারেন ৷ তাঁরা ভালো
করে লক্ষ্য করলে বুঝতে পারেন গ্রামের পাশে একটি ঝোপে সন্দেহজনক কিছু রয়েছে ৷ তারপর
বোঝা যায় একটি বড়ো পুর্ণবয়স্ক চিতল হরিণ সেখানে আটকে রয়েছে ৷ গ্রামবাসীরা সুযোগ বুঝে
সেটিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে ৷ কৌতুহলি গ্রামবাসীদের ভীড় জমে যায় সেই সুদৃশ্য হরিণটিকে দেখতে ৷ হরিণটিকে জল দেওয়া হয় পান করানোর জন্য ৷ ইতিমধ্যে
খবর যায় বনদফতরে ৷হাজির হয়ে যায় নয়াগ্রাম থানার পুলিশও৷ বনকর্মীরা এসে সেটিকে
উদ্ধার করে নিয়ে যায়৷

সেটিকে হিজলিতে নিয়ে গিয়ে
প্রাথমিক চিকিত্সার পরে ছেড়ে দেওয়া হয় হিজলি ইকোপার্কে ৷ খড়্গপুরের ডিএফও
শিবানন্দ রাম বলেন-
“ হরিণটি কোনোভাবে গ্রামে প্রবেশ করে গিয়েছিল ৷ কুকুরও তাড়া
করেছিল ৷ সেটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিত্সার পরে হিজলি ইকোপার্কে ছেড়ে দেওয়া হয়েছে
৷”

কয়েকবছর ধরেই নয়াগ্রামের তপোবন, বিরবাড়িয়া,পাঁচকাহানিয়ার
জঙ্গলে বহু হরিণের আবাসস্থল হয়েছে ৷ সেই হরিণকে অনেকেই নাকি শিকারের চেষ্টাও করে বলে
বনদফতর জানতে পেরেছে ৷ তবে গ্রামবাসীদের চেষ্টায় তা অনেকটাই আটকানো গিয়েছে ৷ 



Previous articleMoney recovery: প্রাইভেট কার-এ যুবকের দল যাচ্ছিল ওড়িষ্যা, বর্ডারে আটকাতেই বেরিয়ে এলো গাদা গাদা টাকা
Next articleABVP VS TMCP CLASH:বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি বনাম টিএমসিপি সংঘর্ষ,জখম ১০, আটক ১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here