Home Ghatal Live Daspur flood: দানা-র প্রভাবে প্লাবিত বন্যার জল সকালে ভেঙে দিল শিলাবতী নদীর...

Daspur flood: দানা-র প্রভাবে প্লাবিত বন্যার জল সকালে ভেঙে দিল শিলাবতী নদীর বাঁধ, ঝুলে গেল একতলা পাকা বাড়ি ও সেতু

87
0

দাসপুর: মাঠ ভর্তি বন্যার জল। পাশে শিলাবতী নদীর জল কমতেই মাঠের জমে থাকা জলের চাপে ভেঙে গেল শিলাবতী নদীর বাঁধ। সেই ভাঙ্গা অংশ দিয়ে জল ঢুকছে শিলাবতী নদীতে। এর যেরে ভয়ংকর পরিস্থিতি ভেঙে যাওয়া বাঁধ সংলগ্ন এলাকায়। যেকোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে ১ তলা পাকার বাড়ি ও যাতায়াতের একমাত্র সাঁকো । সোমবার সকাল থেকে আতঙ্কে এলাকার মানুষজন।



 ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নং ব্লকের রাজনগর পশ্চিম এলাকার। দানা-র প্রভাবে নতুন করে বন্যা পরিস্থিতি হয়েছিল ঘাটাল মহকুমা জুড়ে। শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত হয়েছিল একাধিক এলাকা। মাঠ ভর্তি রয়েছে সেই বন্যার জল। অন্যদিকে শিলাবতী নদীর জল কমেছে হঠাৎ করে অনেকটাই। জল কমতেই দাসপুর ১ নং ব্লকের রাজনগর পশ্চিম এলাকায় হঠাৎ করে সোমবার সকালে দুর্বল একটি নদীর বাঁধ ভেঙে যায়।



 মাঠের হানা বরারর মাঠের বিশাল বন্যার জমে থাকা জল ঢুকছে শিলাবতী নদীতে। হানা বরাবর মাঠের জল যাওয়ায়  বাঁধ ধসে  পাশের সংলগ্ন এলাকা গুলি ধস নামতে শুরু করেছে। একতলা একটি পাকা বাড়ির তলার মাটি ধুয়ে যেতে শুরু করেছে সকাল থেকে। যেকনো মুহূর্তে তলিয়ে যেতে পারে একটি ১ তলা পাকার বাড়ি ও যাতায়াতের এক মাত্র সাঁকো।



স্থানীয় বাসিন্দাদের দাবি- সঁকো ভাঙলে যোগাযোগ বিচ্ছিন্ন হবে একাধিক গ্রামের সঙ্গে। আতঙ্কে এলাকার মানুষ জন।এলাকার মানুষজনের অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো হলেও হানা বাঁধবার কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। আজ ওই হানা বরাবর জল যাওয়াই যে কোন মুহূর্তে ভেঙে  পড়বে একটি ১ তলা পাকার বাড়ি।

Previous articleTrain accident : ট্রেনের বগিতে বালতি ভর্তি বাজি, বিস্ফোরণে বগিতে আগুন, ঝাঁপ দিলেন যাত্রীরা
Next articleMedinipurlive: হুড়োহুড়ি করে মন্দির থেকে বেরিয়ে আসা জল চরনামৃত মনে করে জল পান ভক্তদের, পরে জানা গেল-“মন্দিরের এসি-র জল”-ভাইরাল ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here