Home Blog Flood : “সব জিনিস দল দেবে, সেগুলো নিয়ে বাজনা বাজাতে চলে আসব।...

Flood : “সব জিনিস দল দেবে, সেগুলো নিয়ে বাজনা বাজাতে চলে আসব। সাংসদ হয়ে লাভ কি? নিজের থেকে কিছু করুন!”-দেবকে কটাক্ষ ভারতী ঘোষের

100
0
ডেবরাতে ভারতী ঘোষের কাছে ত্রান নিতে লম্বা লাইন বন্যার্তদের

DEBRA :
বন্যা প্লাবিত ঘাটালে দেব-এর (DEV) ভূমিকা নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই সমালোচনার ঝড় তুলে
দিয়েছিলেন। তাতে আরও এক ধাপ খুঁচিয়ে মন্তব্য করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।
বন্যা প্লাবিত ডেবরাতে ত্রাণ বিলি করতে এসে ভারতী ঘোষ বলেন-” নিজের থেকে কিছু
করুন! সব জিনিস দল দেবে। আর ছুটির দিনে সেগুলো নিয়ে বাজনা বাজাতে বাজাতে চলে
আসবো। তাহলে আর সাংসদ হয়ে লাভ কি। নিজের বাড়ি থেকে কিছু জিনিস দিতে হয়। তবেই তো
মানুষ মর্যাদা দেবে। তা না হলে দলের দেওয়া জিনিস নিয়ে শুটিং বন্ধ থাকলে ছুটির
দিনে চলে আসব
, তাহলে তো হয়ে গেল।”

 

 

 

সোমবার
দুপুর থেকে রাত পর্যন্ত ঘাটাল (Ghatal) লোকসভার ডেবরা এলাকাতে ভারতী ঘোষ(Bharati Ghosh) বিজেপির (BJP) জেলা
সভাপতি তন্ময় দাস সহ বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন প্লাবিত গ্রাম ঘুরে
বেড়ালেন। কয়েক হাজার মানুষকে ত্রিপলসহ বিভিন্ন রকমের শুকনো খাবার বিলি করলেন
তিনি (Relief)। সেই সাথে সেই এলাকার বিধায়ক তথা তৃণমূলের বিধায়ক হুমায়ুন কোবীর (MLA Humaun Kabir) তাদের
জন্য কি করেছেন
, সাংসদ দেবই বা কি করেছেন তাদের জন্য
তা জানতে চান মানুষের কাছে। মানুষকে বোঝানোর চেষ্টা করেন-কিছুই যদি না পেলেন তাহলে
ভোট দিয়ে জিতিয়ে কি লাভ পেয়েছেন।

 

ত্রান বিলি করছেন ভারতী ঘোষ


 

প্রশাসনের
শীর্ষকর্তা তথা পুলিশ সুপার পদ থেকে ইস্তফা দিয়ে জীবনের প্রথম নির্বাচনে
লড়েছিলেন ভারতী ঘোষ তৃণমূলের বিরুদ্ধেই। সেই সময় জীবনের প্রথম নির্বাচনে
লড়াইয়ে তার প্রতিপক্ষ ছিলেন ঘাটালের বর্তমান সাংসদ দেব তথা দীপক অধিকারী (MP Dipak Adhikari)।
শাসকদলের অনুকূলে থাকা দেবকে হারাতে পারেননি ঠিকই
, কিন্তু অস্তিত্বহীন বিজেপির পতাকা নিয়ে দাঁড়িয়ে ঘাটাল লোকসভাতে (Ghatal Loksobha) ছয় লক্ষের
বেশি ভোট পেয়েছিলেন ভারতী ঘোষ। তারপরে অবশ্য আর ভোটে দাঁড়ান নি। তবে তিনি
বুঝিয়ে দিয়েছিলেন বিশাল প্রতিকূল পরিবেশেও কতটা দুঁদে রাজনীতিবিদ তিনি রয়েছেন।
সেই ভারতী ঘোষ বন্যা প্লাবিত ঘাটাল(Flooded Ghatal) লোকসভার ডেবরা (Debra) এলাকাতে এসে বিভিন্নভাবে তুলনা
করলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর ও ঘাটালের সংসদ দেব তথা দীপক অধিকারী কে।

 

 

একইসঙ্গে
মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee)উদ্দেশ্য কটাক্ষ বার্তা ছুঁড়ে দিয়েছেন তিনি। এদিন ভারতী ঘোষ
বলেন-” মুখ্যমন্ত্রী তো ক্ষমতায় আসার আগে বলেছিলেন ক্ষমতায় এলেই দু বছরের
মধ্যে মাস্টার প্ল্যান করে দেব(Ghatal Master plan)। ২০১১ সালের প্রথম দিকে এ কথা বলেছিলেন। আজ অব্দি
কোথাও কিছু নেই মাস্টার প্ল্যানের।”


Previous articleAccident:বিকল ট্রেলারকে টেনে নিয়ে যাওয়ার সময় খুলে গেল বাঁধন, নিয়ন্ত্রণহীন ট্রেলার গুঁড়িয়ে দিল পরপর তিনটি দোকান
Next articleGhatal flood : ঢালাই রাস্তার ওপরেই পড়ছে প্রচুর বড় মাছ! জাল নিয়ে লম্বা লাইন প্লাবিতদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here