Home Medinipur Live Medinipur : পাঁচবার ভোট ম্যানেজার ছিলেন, ষষ্ঠবারে নিজেই প্রার্থী সুজয় হাজরা

Medinipur : পাঁচবার ভোট ম্যানেজার ছিলেন, ষষ্ঠবারে নিজেই প্রার্থী সুজয় হাজরা

68
0

মেদিনীপুর: তৃণমূলের সরকার তৈরি হওয়ার পর  সবার বিধানসভা নির্বাচন হয়েছে পশ্চিম মেদিনীপুরে। এরমধ্যে ৫ বার মেদিনীপুর বিধানসভার ভোট ম্যানেজার হিসেবে দলের নেতা কর্মীদের জেতানোর জন্য লড়াই করেছেন। ষষ্ঠ বারে এবার নিজেই প্রার্থী হলেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা।। মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করলেন বৃহস্পতিবার দুপুরে। জুন মালিয়ার ছেড়ে যাওয়া বিধান সভাতে এই উপনির্বাচন।



মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা তৃণমূল কার্যালয় থেকে বের হওয়ার আগে আশীর্বাদ নিলেন গত ৪০ বছরের পুরনো বিধায়ক মানস রঞ্জন ভূঁইয়ার কাছে। মেদিনীপুর শহরে দলীয় কার্যালয়ে মানস ভুঁইয়া তাঁকে পরামর্শ দিয়ে আশীর্বাদ করেন। এরপর



বৃহস্পতিবার দুপুরে কয়েক হাজার মানুষকে নিয়ে রঙিন বেলুন উড়িয়ে সুসজ্জিত শোভাযাত্রা সহকারে এই মনোনয়নের যাত্রা শুরু হয় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে। কয়েক হাজার মানুষের এই শোভাযাত্রা বিদ্যাসাগর হল থেকে বেরিয়ে বটতলা চক হয়ে কেরানিতলা ঘুরে কালেক্টরেট মোড়ে হাজির হয় দুপুরে। এখানে এসে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান।

YouTube player

এদিন সুজয় হাজরা বলেন-” মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা জয়ী হবো। আমাদের সরকার ক্ষমতায় আসার পর এটা ষষ্ঠ বার বিধানসভা নির্বাচন। গত পাঁচ বার আমি মেদিনীপুর বিধানসভার ভোট ম্যানেজার হিসেবে কাজ করেছি। এবার ষষ্ঠবারে নিজের লড়াই করছে। এজন্য আমার নতুন করে কিছু করতে হবে না। সারা বছর যে ছাত্রছাত্রী পড়াশোনা করে পরীক্ষার সময় তাদের পড়তে হয় না। মানুষের মন আমরা বুঝি। আমরা জিতছি।”

Previous articleDANA cyclone : ঘূর্ণিঝড় দানা পৌঁছানোর আগেই জেলাতে ১৫০০০ মানুষ উদ্ধার, প্রসূতি উদ্ধার ৪৯২
Next articleDana : জেলা জুড়ে ৩৩ হাজার ৬০২ জনকে সরানো হল নিরাপদ আশ্রয়ে, দেখতে এলেন রাজ্যের সচিব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here