Home Medinipur Live Fishery :কেশপুরের কৃষকদের বিকল্প চাষ, মাছের চারা দিল মৎস্য দপ্তর

Fishery :কেশপুরের কৃষকদের বিকল্প চাষ, মাছের চারা দিল মৎস্য দপ্তর

59
0

Keshpur:  কেশপুরের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সুরক্ষা ও স্বনির্ভরতার লক্ষ্যে লক্ষ প্রশাসনের উদ্যোগে ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে মাছের চারা তুলে দেওয়া হল বুধবার। প্রায় ২৫ জন মৎস্য চাষীর হাতে মাছের চারা ও তা লালন পালন করার জন্য পুকুরে দেওয়ার বিভিন্ন রকম সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এই উপলক্ষে মৎস্য দপ্তরের ব্লক স্তরের আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন জয়েন বিডিও ও অন্যান্য আধিকারিকরা।

উল্লেখ করা যায়, গত আগস্ট মাস থেকে লাগাতার অতি বর্ষণের কারণে জেলার মধ্যে কেশপুর ব্লক সব থেকে বেশি কৃষিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। জেলা জুড়ে কয়েকশো কোটির ক্ষতি হয়েছে শুধু কৃষিতে। কেশপুর ব্লকেও এর একটা বড় অংশ ছিল। তাই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সকলে বাংলার শস্য বীমার আবেদন করানোর জন্য। কিন্তু আবেদন করেও বীমা কোম্পানির ভুলে কৃষকেরা ক্ষতিপূরণ পাননি। তাই এবার বহু কৃষককে বিকল্প পথে স্বনির্ভর করার উদ্যোগ নিল ব্লক প্রশাসন।

কেশপুর ব্লকের মৎস্য সম্প্রসারণ দপ্তরের আধিকারিক সুশোভন সাউ বলেন-” দুটি ইউনিটে ২৫ জন মৎস্য চাষী ছিলেন। তাদেরকে পাঙ্গাস রুই কাতলা মৃগেল মাছের চারা দেওয়া হয়েছে। সেই সমস্ত চারা পুকুরে চাষ করার জন্য যে সমস্ত আনুষাঙ্গিক সামগ্রী লাগে সেগুলিও দেওয়া হয়েছে। এই সমস্ত কৃষকেরা যাতে লালন-পালন করতে পারেন তার জন্য সমস্ত পরিকাঠামো ঠিকঠাক রয়েছে কিনা তাও দেখে নেওয়া হয়েছে।”

Previous articleMedinipur hospital: মেদিনীপুর মেডিকেলের স্যালাইন কান্ডে বাম যুবদের বিক্ষোভ কেশপুর বাজারে
Next articleKumbha Mela:অমৃতস্নান করতে গিয়ে পদপৃষ্ঠে নিখোঁজ,শালবনির বৃদ্ধাকে পাওয়া গেল মর্গে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here