Home Blog fire in jangal :সোমবার সন্ধ্যায় ভয়ঙ্কর আগুন মুড়াকাটার জঙ্গলে, ছড়িয়ে গেল বিস্তীর্ন...

fire in jangal :সোমবার সন্ধ্যায় ভয়ঙ্কর আগুন মুড়াকাটার জঙ্গলে, ছড়িয়ে গেল বিস্তীর্ন এলাকায়

41
0

 

মেদিনীপুর: ফের ভয়ঙ্কর আগুন জঙ্গলে লাগার
ঘটনা পশ্চিম মেদিনীপুরে ৷ সোমবার সন্ধায় আগনটি লেগেছে মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা
এলাকাতে ৷ সন্ধার পর স্থানীয়রা আগুনের অস্তিত্ব বুঝতে পারেন ৷ ভয়ঙ্কর আগুন ছড়িয়ে পড়ে
জঙ্গলের অনেকটা গভীর পর্যন্ত ৷ দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রনের বাইরে
৷  স্থানীয়দের দাবি- এই আগুন কেউ বা কারা লাগিয়ে
দিয়েছে ৷ শুকনো পাতায় সেই আগুন অনেকটা দুর 
পর্যন্ত ছড়িয়ে গিয়েছে ৷  এতে অন্য আশঙ্কা
করছে গ্রামবাসীরা ৷ তাঁদের দাবি- এলাকায় হাতি সহ অনেক বন্য সাপও রয়েছে ৷ সেগুলি আগুনের
কারনে লোকালয়ে প্রবেশ করার আশঙ্কা রয়েছে ৷

গত দু সপ্তাহ ধরে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন
জঙ্গলে লাগাতার আগুন লাগার ঘটনা ঘটছে ৷ মেদিনীপুর দমকল থেকে জানানো হয়েছে- গড়ে প্রতিদিন
৭ টা স্থানে জঙ্গলে আগুন লাগছে ৷ পরিস্থিতি সামাল দিতে হিমসিম অবস্থা দমকল কর্মীদের
৷ 



Previous articleFire caught: মেদিনীপুর শহরে সরকারি হোমের ভেতরে আগুন, “কেউ ইচ্ছে করে লাগিয়েছে”-জানালো দমকল
Next articleForest fire :জঙ্গলে লাগা আগুন পুড়িয়ে দিল রাস্তায় দাঁড়িয়ে থাকার তেল ট্যাংকারকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here