Home Blog Fire in Jangal:শালবনির জঙ্গলে ভয়ঙ্কর আগুন,সামাল দিতে হিমশিম দমকলের

Fire in Jangal:শালবনির জঙ্গলে ভয়ঙ্কর আগুন,সামাল দিতে হিমশিম দমকলের

40
0

শালবনি: শনিবার দুপুরে আনন্দপুর
উচ্চ বিদ্যালয় মাঠে অভিষেক ব্যানার্জির সমাবেশ। সমাবেশে তিনি সড়কপথেও যেতে পারেন
বলে প্রশাসনের একটা সূত্র জানিয়েছে। সমাবেশের আগের দিন সেই রাস্তার পাশে জঙ্গলে
ভয়াবহ আগুন লাগার ঘটনা। শুক্রবার দুপুরে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে
বাহারকলাবেড়িয়ার জঙ্গলে এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। কয়েক ঘন্টা ধরে সেই আগুন
নেভানোতে ব্যস্ত দমকলের একটি ইঞ্জিন।

বাহারকলাবেড়িয়ার এই জঙ্গলে
যথেষ্ট ঘন গাছপালা রয়েছে। শীতের এই মরসুমে প্রচুর শুকনো পাতা পড়ে রয়েছে। সেই
পাতাতেই কোনভাবে আগুন লাগার ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে। গ্রামবাসীরা ভয়াবহ
আগুনের পরিস্থিতি দেখে খবর দেয় দমকলে। মেদিনীপুর থেকে দমকলের একটি ইঞ্জিন দুপুর
সাড়ে বারোটা থেকে সেই আগুন নেভানোর কাজ শুরু করেছে। বাতাসের কারনে এই আগুন অনেকটা
গভীর পর্যন্ত জঙ্গলে চলে গিয়েছে। বনদপ্তরের প্রাথমিক অনুমান -আগুন কেউ বা কারা
হয়তো পরিকল্পিতভাবে লাগিয়েছে।

এই রাস্তা ধরেই শনিবারের সমাবেশ
স্থলের প্রস্তুতির জন্য বিভিন্ন আধিকারিক জনপ্রতিনিধিরা যাতায়াত করছেন দিনভর। এই রাস্তার
উপর দিয়েই সড়কপথে অভিষেক ব্যানার্জি সমাবেশ স্থলে যেতে পারেন এমন সম্ভাবনাও
রয়েছে। তার আগে এই ভয়াবহ আগুন লাগানোর ঘটনায় আতঙ্ক।

প্রতিবছরই শুকনো পাতায় এভাবে
আগুন লাগানোর ঘটনা ঘটে থাকে। এতে জঙ্গলের অনেক গাছ ও মাটির প্রচুর ক্ষতি হয়। এটা
আটকাতে আইনি হুঁশিয়ারি ছাড়াও বনদপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে গত দুমাস
ধরে লাগাতার প্রচার চালানো হয়েছে। সবটাই ব্যর্থ করে ফের ভয়াবহ আগুন।



Previous articleLalgarh: কাগজে জটিলতায় সংশোধনাগারেই আটকে রইলেন অনুজ পান্ডে,নেতাই গণহত্যাকান্ডে সাড়ে আট বছর পর সংশোধানাগার থেকে বের হলেন ডালিম পান্ডে, তপন দে,
Next articleAbhisekh Banerjee: হেলিকপ্টারে নয়, সড়ক পথে অভিষেক ব্যানার্জীর প্রবেশ, আতঙ্কে রাস্তা সংলগ্ন পঞ্চায়েতগুলি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here