Home Medinipur Live Fire caught : বিয়ে বাড়ির রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন মেদিনীপুরে!

Fire caught : বিয়ে বাড়ির রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন মেদিনীপুরে!

66
0

মেদিনীপুর: বিয়ে বাড়ির জন্য বড়সড় রান্নার আয়োজন হয়েছিল মঙ্গলবার সকাল থেকেই। বাড়ির চারদিকে বিশাল প্যান্ডেল বেঁধে আয়োজন চলছিল। সকাল সাড়ে নটা নাগাদ হঠাৎ রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে আগুন ধরে যায়। মুহূর্তে ভয়ংকর আগুন দেখে চেঁচামেচি শুরু হয়ে যায় বিয়ে বাড়িতে। ছুটে আসেন স্থানীয়রা। ছুটে আসতে হলো দমকলের একটি ইঞ্জিনকেও। ঘটনাটি ঘটলো মঙ্গলবার সকাল নাগাদ মেদিনীপুর শহরের মীরবাজার দেওয়ান খানা এলাকায়।


স্থানীয় প্রত্যক্ষদর্শী বাসিন্দারা জানাচ্ছেন, বিয়ে বাড়ির জন্য রান্নার কাজ চলছিল। হঠাৎ চেঁচামেচি শুরু হয়ে যায়। জানা যায় ভেতরে গ্যাস সিলিন্ডার থেকে কোনোভাবে গ্যাস বেরিয়ে আগুন লেগে গিয়েছিল। সেই আগুন মুহূর্তে ভয়ংকর আকার ধারণ করে ভেতরে রান্নার স্থানটিতে। চেঁচামেচি শুরু হয়ে যায় বিয়ে বাড়ির ভিড়ে। আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। পাশাপাশি লোকজন সেই চেঁচামেচি শুনে ছুটে যায়। নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করেন।



ইতিমধ্যে স্থানীয়দেরই কয়েকজন খবর দেয় দমকলে। মেদিনীপুর শহরের দমকল বিভাগ থেকে একটি ইঞ্জিন সেখানে হাজির হয়ে যায়। তবে ততক্ষণে স্থানীয়রা সেই গ্যাস সিলিন্ডার সেখান থেকে কোনোভাবে ভারী কাপড় চাপা দিয়ে বের করে পাশের পুকুরে ফেলে দেয়। আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে এই ঘটনায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় সেখানে। তেমন বড়সড়ো কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। তবে স্থানীয়দের তৎপরতা না হলে হয়তো বড় আগুন লাগার ঘটনা ঘটলেও ঘটতে পারতো।

Previous articleDilip Ghosh : “কর্নাটকে সরকার গঠনের সময় ঢুকতে দেয়নি, আটকা পড়েছিলেন, জে এন এম-র শপথে সাবধানে যাবেন”-মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
Next articleRGkar Update : আরজিকর কান্ডের পর জঙ্গলমহলের মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা পরিকাঠামো কতটা এগুলো ? রাজ্যের হসপিটাল সিকিউরিটি ও অডিট কমিটির বৈঠক দুদিন ধরে মেদিনীপুরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here