Home Blog Fire : মেদিনীপুর শহরে ভিড়বহুল এলাকার দোতলা বাড়িতে ভয়াবহ আগুন, হিমশিম দমকলের...

Fire : মেদিনীপুর শহরে ভিড়বহুল এলাকার দোতলা বাড়িতে ভয়াবহ আগুন, হিমশিম দমকলের দুই ইঞ্জিন

40
0

 

মেদিনীপুর: সোমবার সাতসকালে
মেদিনীপুর শহরের ভিড়ে ভরা এলাকা কোতবাজারে রাস্তার উপরে থাকা একটি দোতলা বাড়িতে
ভয়াবহ আগুন লাগ
লো। বাড়িতে থাকা দুই বৃদ্ধাকে কোনক্রমে
স্থানীয়রা বের করেন। তবে আগুনে
ভষ্মীভূত হয়ে গেছে ওই
বাড়ির প্রচুর সম্পত্তি।
দুটি দমকলের ইঞ্জিন একঘন্টার বেশি চেষ্টা করে পরিস্থিতি
নিয়ন্ত্রনে আনে ৷ দমকলের অনুমান শর্ট-সার্কিট থেকে ঘটনাটি ঘটেছে।

মেদিনীপুর পৌর এলাকার ৮ নম্বর
ওয়ার্ডের কোতবাজারে এই ঘটনাটি ঘটেছে।
কোতবাজারে ব্যস্ততম
রাস্তার পাশে পুরনো দোতলা বাড়ি। বাড়িতে ছিলেন দুই বৃদ্ধা। রাস্তা দিয়ে যাওয়ার
সময়
সোমবার সকাল সাড়ে ৯ টা নাগাদ লোকজন হঠাৎ দোতলা বাড়িতে জানালা
দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। হুলস্থুল কান্ড বেধে যায় সাথে সাথে।
স্থানীয়রা দ্রুত উদ্যোগ নিয়ে
দীর্ঘক্ষন চেঁচামেচী করে
বাড়িতে থাকা দুই বৃদ্ধাকে কোনক্রমে টেনে বের করেন। ততক্ষণে আগুন আরো ভয়াবহ আকার
ধারণ করে। দমকলে খবর দিতে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন।
তারা চেষ্টা করলেও প্রথমে আগুন নিয়ন্ত্রণে হচ্ছে না দেখে আরো একটি ইঞ্জিনকে ছুটে আসতে হয়। প্রায়
এক ঘন্টা ধরে লড়াই চালিয়ে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে দোতলার। কার
শারীরিক ক্ষতি না হলেও বাড়িতে থাকা আসবাবসহ জিনিসপত্র পুরোটি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
 

স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ
পানিগ্রাহী বলেন-” প্রাথমিকভাবে মনে হয়েছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার
ঘটনা ঘটেছে। দুই বৃদ্ধাকে স্থানীয়রা উদ্যোগ নিয়ে কোনোভাবে টেনে বের করেছিল আগেই।
তবে তাদের বাড়ির প্রচুর সম্পত্তি পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।”



Previous articleAbhisekh Banerjee: অভিষেক ব্যানার্জীর প্রতিশ্রুত, রবিবার ছুটির দিনেও আধিকারিকদের ক্যাম্প মাতকাতপুরে
Next articleFire at Ghatal: ভোরের গভীরঘুমের সময় বস্তিতে ভয়াবহ আগুন ক্ষীরপাইয়ে, পুড়লো ৮ টি বাড়ি সহ সমস্ত জিনিসপত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here