Home Blog Fire: মেদিনীপুরে পেট্রল পাম্পের পাশে শর্টসার্কিট থেকে তিনতলা বাড়ির গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে...

Fire: মেদিনীপুরে পেট্রল পাম্পের পাশে শর্টসার্কিট থেকে তিনতলা বাড়ির গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে দমকলের দুটি ইঞ্জিন

23
0

 

মেদিনীপুর: শটসার্কিট থেকে
মেদিনীপুর শহরের বটতলা চক এলাকার একটি তিন তলা বাড়ির নিচে থাকা গোডাউনে আগুন।
মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পরপর দুটি দমকলের ইঞ্জিন ছুটে এলো
নিয়ন্ত্রণে। প্রায় দুই ঘণ্টার বেশি লড়াই করতে হয়েছে তাদের আগুন নেভাতে
বাড়িটির নিচু তলায় ভুষিমাল সমগ্রীর গোডাউন ছিল, দোতলায় ব্যাংক, তিন তলায় ছাত্র নিবাস।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বটতলাচক এলাকার ওই বাড়িতে বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ এই আগুন লাগার
ঘটনা ঘটে। বন্ধ থাকা গোডাউনের ভেন্টিলেটর দিয়ে ধোঁয়া ও আগুন দেখে
প্রত্যক্ষদর্শীরা দমকল ও থানাতে খবর দেয়। প্রথমে দমকলের একটি ইঞ্জিন নিয়ন্ত্রণের
চেষ্টা করে । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে মনে হওয়ায় আরো একটি ইঞ্জিন ডাকতে
হয় । এক ঘণ্টার বেশি চেষ্টা করতে হয়েছে দুটি ইঞ্জিনকেই আগুন নিয়ন্ত্রণের জন্য।
তবে নিচু তলায় থাকা মুদীর গোডাউনে বেশিরভাগ টাই পুড়ে ভস্মীভূত।

এই ঘটনায় চরম আতঙ্কের পরিবেশ
তৈরি হয় । কারণ পুরনো ওই তিন তলা বিল্ডিং এর পাশেই পেট্রোলের পাম্প ছিল।তবে দুঘন্টার
বেশি চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা ৷



Previous articleweather: পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ৪২°,কমলো পৌরকর্মীদের কাজের সময়,রাস্তায় নামলো পুলিশ,পশুপাখিদেরও খোঁজ খবর নিতে পরামর্শ স্বাস্থ্য দপ্তরের
Next articleRation Corruption: রেশনের আটা ঘুর পথে আড়তদারের গোডাউনে, প্যাকেট কেটে হচ্ছে ফ্রেস প্যাকিং

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here