Home Medinipur Live Medininpur Hospital : হাসপাতাল সুপারের অফিসে তালা ঝুলিয়ে কোতোয়ালি থানায় এফআইআর সুপার...

Medininpur Hospital : হাসপাতাল সুপারের অফিসে তালা ঝুলিয়ে কোতোয়ালি থানায় এফআইআর সুপার এর নামে

77
0

মেদিনীপুর: হাসপাতালে রোগী নিয়ে মৃত্যুর ঘটনাতে রবিবার দিনভরও উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কাটলো। বিজেপির পক্ষ থেকে হাসপাতালের সামনে প্রতিবাদ বিক্ষোভ করার পর মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে দীর্ঘক্ষণ। ততক্ষণে হাসপাতালের অপর গেটে বিক্ষোভ শুরু করে দেন বামযুব সংগঠনের কর্মীরা। যার নেতৃত্বে ছিল যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। এদিন মিনাক্ষী মুখার্জীর নেতৃত্বে বামযুবরা হাসপাতাল সুপারের রুমের সামনে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখিয়ে কাউকে না পেয়ে সুপারের অফিসের বাইরে তালা ঝুলিয়ে দেয়। এরপর বেশ কিছুক্ষণ হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে কোতোয়ালি থানায় হাসপাতাল সুপারের নামে এফআইআর করে তারা।



মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনার পরে তৃতীয় দিনেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা গেল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল থেকেই পুরো হাসপাতাল জুড়ে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করে দেওয়া হয়েছিল। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকরা ছাড়াও ডিএসপি পদমর্যাদার আধিকারিকরা নিজেরা নেতৃত্ব দিয়ে পুরো হাসপাতালের নিরাপত্তা নিয়ন্ত্রণ করেছেন। বেলা ১১ টা নাগাদ মেদিনীপুর শহর বিজেপির পক্ষ থেকে হাসপাতালে গেটের সামনে বিক্ষোভ দেখায়। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সহ বিভিন্ন দাবি করে বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়াতে গেলে পুলিশ তা ছিনিয়ে নিতে চেষ্টা করে। দীর্ঘক্ষণ ধস্তাধস্তি চলে বিজেপির সঙ্গে। মুখ্যমন্ত্রী কুশপুতুল পোড়ানো বন্ধ রাখতে হয় বিজেপিকে।


বেলা সাড়ে এগারোটা নাগাদ হাসপাতালের অপর গেটে হাজির হয়ে যান বামযুবকর্মীরা। ডি ওয়াই এফ আই সহ এসএফআই ও বাম যুব সংগঠনের সকলেই ঐক্যবদ্ধ ভাবে বন্ধ থাকা হাসপাতাল সুপারের অফিসের বাইরে বিক্ষোভ দেখায়। পরে হাসপাতালে কোন আধিকারিককে না পেয়ে সুপারের রুমের সামনে তালা ঝুলিয়ে দেন তারা। পরে সেখান থেকে হাসপাতাল চত্বরে মিছিল করে বেরিয়ে বটতলাচক এলাকায় রাস্তা অবরোধ করেন । নেতৃত্বে মীনাক্ষী মুখার্জী ছিলেন। পরে সেখান থেকে আবার মিছিল করে গিয়ে কোতোয়ালি থানায় হাসপাতাল সুপারের নামে এফ আই আর করেন তারা। রোগী মৃত্যুর ঘটনা পরিকল্পিত ও চরম গাফিলতি অভিযোগ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তারা।




মীনাক্ষী মুখার্জী বলেন-” এই ঘটনা চরম নির্মমতা ও চরম গাফিলতি। রাজ্য স্বাস্থ্য দপ্তরের কঙ্কালসার চেহারা সামনে উঠে এসেছে। এই হাসপাতাল সুপারের পদে থাকার কোন যোগ্যতা নেই। এই ঘটনার দায় তার। অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি করে আমরা তার নামে এফআইআর করেছি। সেই সাথে তার সাথে দেখা করতে গিয়ে কেউই আমরা দেখা পাইনি। তাই তার অফিসে আমরা তালা ঝুলিয়ে দিয়ে এসেছি।”

হাসপাতালের সামনে বিজেপির বিক্ষোভ

থানায় এফআইআর করে থানার সামনে মুখ্যমন্ত্রীর কুশপুতুলে আগুন লাগিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তারা।

#Medinipur Hospital, #Patient death, #expired saline,

Previous articleMedinipur Hospital : একজনের মৃত্যুর পর আশঙ্কাজনক আরও,তদন্তে তিনঘন্টা বৈঠকে রাজ্য স্বাস্থ্য কর্তারা,দেখলেন রোগীর অবস্থা
Next articleMidnapore Hospital : স্যালাইন বিভ্রান্তির জের, বাইরে থেকে স্যালাইন কিনে মেদিনীপুর হাসপাতালে দিচ্ছেন রোগীর পরিবারের লোকেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here