Home Medinipur Live Elephant attack: হাতির হামলায় নিহত কৃষক, বাইক নিয়ে ছুটলেন বিডিও

Elephant attack: হাতির হামলায় নিহত কৃষক, বাইক নিয়ে ছুটলেন বিডিও

95
0

Keshpur : মঙ্গলবার সাত সকালে অতর্কিত হাতির হামলাতে মৃত্যু হয়েছিল কেশপুরের এক ব্যক্তির। চাষের জমিতে যাওয়ার সময় ওই বাসিন্দার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া তৈরি হয়েছিল। সাথে আতঙ্ক। খবর পেয়ে প্রশাসনিক সহযোগিতায় বাইক নিয়েই ছুটলেন কেশপুরের বিডিও। একাই মোটরবাইকে দীর্ঘ পথ বাইক চালিয়ে পরিবারকে সমবেদনা জানিয়ে সমস্ত সহযোগিতা তুলে দিলেন তিনি। জানালেন- “সমস্ত ভাবে পরিবারের পাশে থাকবে প্রশাসন।”



কেশপুর ব্লকের আনন্দপুর থানার সোলিডিহা গ্রামে এই ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার সকালে। গ্রামের বাসিন্দারা সকালে ঘুম থেকে উঠে যে যার কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নিমাই ভূঁইয়া নামে বছর ৬৫ এর এক ব্যক্তি নিজের বাড়ি থেকে বেরিয়ে চাষের জমির দিকে যাচ্ছিলেন। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা হাতি অতর্কিত ভাবে তাকে তুলে আছড়ে মেরে ফেলে। সাধারন ভাবে ওই এলাকা হাতির এলাকা নয়। বহু দূরে থাকা জঙ্গল থেকে দল বিচ্ছিন্ন হয়ে হাতিটি লোকালয়ে চলে এসেছিল বলে গ্রামবাসীরা জানতেন না। হাতি সেখানেই ওই ব্যক্তিকে মেরে ফেলে। গ্রামবাসীরা বিষয়টি বোঝার আগে ওই হাতি ফের গ্রামের আরেক প্রান্তে আরও এক মহিলাকে আক্রমণ করে বসে। মায়া পড়িয়া নামে ওই মহিলা ঘুম থেকে উঠে গোয়াল থেকে গরু বার করতে যাচ্ছিলেন। অতর্কিত ভাবে তিনিও বাড়ির সামনে হাতির মুখোমুখি হয়ে যান। হাতি তাকেও আক্রমণ করে। তবে হাতি তাকে ছুঁড়ে ফেলে দিলেও কোনভাবে প্রাণেরক্ষা পেয়েছেন স্থানীয়দের তৎপরতায়। তাকে উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


সচরাচর ওই এলাকাতে হাতি এভাবে আসে না। কিন্তু আড়াবাড়ির জঙ্গল থেকে দল বিচ্ছিন্ন হয়ে একটি হাতি কেশপুরের ওই এলাকায় চলে এসেছিল বলে বনদফতর জানায়। ঘটনায় ব্যাপক আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। প্রশাসনের আধিকারিকরা খবর পেয়েই জেলা শাসকের নির্দেশে ওই হাতিকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা হয়। জেলাশাসক খুরশেদ আলী কাদেরী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিডিও-কে। এরপরে নিয়ম অনুযায়ী আয়োজন করে সমস্ত জিনিসপত্র নিয়ে নিজে মোটরবাইক চালিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে হাজির হয়ে যান বিডিও কৌশিশ রায়। পরিবারের হাতে প্রাথমিক প্রশাসনিক আর্থিক সহযোগিতা, মুখ্যমন্ত্রীর দেওয়া কিট সহ বিভিন্ন সামগ্রী তুলে দিয়েছেন। পরে রাতে বনদপ্তর এর পক্ষ থেকে নিয়ম অনুসারে আর্থিক সহায়তা হিসেবে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। অন্যান্য সুবিধার বিষয়ে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।



বিডিও কৌশিশ রায় জানিয়েছেন -” মুখ্যমন্ত্রীর দেওয়া সহযোগিতার কিট সহ যে যে সহযোগিতাগুলো প্রাথমিক দেওয়া দরকার দেওয়া হলো। নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে আর্থিক সহযোগিতা ছাড়াও একজনকে চাকরির বিষয়েও পদ্ধতিগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা সর্বতোভাবে এই পরিবারের পাশে থাকব।”

Previous articleBigBazar: মেদিনীপুর শহরে বিশাল “বিগবাজার”,সাথে থাকছে মাল্টিপ্লেক্স, বছরের শুরুতেই বড়ো ঘোষনা
Next articleMartial arts: জাতীয় স্তরের মার্শাল আর্টে ২২ প্রতিযোগী মেদিনীপুরে আনলো ২৭ টি গোল্ড মেডেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here