Home National News Pushpa 2 : “পুষ্পা-২” দেখতে গিয়ে ভক্তের মৃত্যু ! ২৫ লক্ষ টাকা...

Pushpa 2 : “পুষ্পা-২” দেখতে গিয়ে ভক্তের মৃত্যু ! ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়ে হাত জোড় করে ক্ষমাপ্রার্থী আল্লু অর্জুনের

159
0

হায়দ্রাবাদ: চরম হিট হয়েছে “পুষ্পা ২” (Pushpa 2) ছবি। প্রথম দিন থেকেই এই ছবি দেখার জন্য ভিড় হয়েছিল ভক্তদের। তার ওপর ভক্তদের সঙ্গে থেকে নিজে এই ছবি দেখার জন্য আল্লু অর্জুন যখন পৌঁছে গিয়েছিলেন সিনেমা হলে-তখনই ভীড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গত বুধবার এই ছবির প্রিমিয়ারের সময় আল্লু অর্জুনকে দেখতে হায়দ্রাবাদের ওই সিনেমা হলের বাইরে ভক্তদের হুড়োহুড়ি পুলিশের নিয়ন্ত্রণ হারিয়েছিল। সেই ভিড়েতেই এক মহিলা ও তার দুই ছেলে পড়ে গিয়েছিলেন। পরে ওই মহিলার মৃত্যু হয়, দুই ছেলে হাসপাতালে চিকিৎসাধীন।


পুষ্পা ২ এর ঝড় এর মাঝে এই অস্বস্তি দেশজুড়ে। ৬ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ নিজে এক্স হ্যান্ডেলে এসে আল্লু অর্জুন এক ভিডিও বার্তায় ক্ষমা চান এই পরিস্থিতির জন্য। দর্শকদের অনুরোধ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়েছেন তিনি। নিজের ভক্তের এই ধরনের মৃত্যুতে খুবই দুঃখ প্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে।জানিয়েছেন- এই দিনের ঘটনায় আহতদের চিকিত্সার সমস্ত খরচ বহন করবেন তিনি ৷

এই ছবির মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে ২১.০৪ কোটি টাকা ব্যবসা করে ফেলেছিল। এরপরে বেলা যতই গড়িয়েছিল ছবির আয় ততই বেড়েছে। শনিবার সকাল নটা পর্যন্ত পাওয়া এক বিশেষ রিপোর্টে জানা গিয়েছে রীতিমতো ট্রেন্ডে রয়েছে “পুষ্পা ২” এর কালেকশন । Sacnilk website সূত্রে জানা গিয়েছে-এই ছবির প্রথম দিনেই শুধুমাত্র ভারতে আয় করেছে ১৭৫.১ কোটি। বিভিন্ন ভাষাতে এই ছবি মুক্তি পেয়েছিল। তেলেগু ভাষাতে এই ছবি উপার্জন করেছিল ৯৫.১ কোটি। যা এখন পর্যন্ত সর্বাধিক উপার্জন ওই ভাষাতে। প্রথম দিনেই হিন্দি ভাষাতে মুক্তি পাওয়া ছবিতে আয় হয়েছে ৬৭ কোটি। পরবর্তী দুদিনে আরো বেড়েছে সেই আয়। তবে এই বাড়তে থাকা ভিড় মাত্রা হারিয়ে দিয়েছিল আল্লু অর্জুনের (Allu Arjun) নিজের উপস্থিতি সিনেমা হলে।



বুধবার রাত সাড়ে দশটা নাগাদ হায়দ্রাবাদের সন্ধ্যা সিনেমা (Sandhya Cinema Hall) হলে নিজে হাজির হয়েছিলেন আল্লু অর্জুন। তার উপস্থিতি শুনেই ভক্তদের ভিড় এত বেড়ে যায় যে পুলিশ প্রশাসন আর সামাল দিতে পারেনি। পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে। সেই সময়ই হুড়োহুড়িতে এক মহিলা সহ তিনজন ভিড়ে পিষ্ট হয়ে যান। স্থানীয় দিলসুখনগরের বাসিন্দা রেবতী (৩৯) ও তার স্বামী ভাস্কর ও সঙ্গে ছিল দুই ছেলে। তারা পুষ্পা ২ দেখতে গিয়েছিলেন। এই ভিড়েতে রেবতী দেবী আর তার দুই ছেলে পদপিষ্ট হন। ভিড় কাটতেই কোনোভাবে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়। রেবতী দেবীর মৃত্যু হয়েছিল। এই ঘটনায় সিনেমা হল কর্তৃপক্ষ সহ আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়।


তবে মারা যাওয়ার ঘটনা নিয়ে বিচলিত হয়ে পড়েন নায়ক নিজে। শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও বার্তাতে দুঃখ প্রকাশ করেছেন তিনি। শোক প্রকাশ করে অবিলম্বে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। রেবতীর পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। সেই সাথে তিনি আশ্বাস দিয়েছেন-এই ঘটনায় আহতদের সমস্ত চিকিৎসকার সম্পূর্ণভাবে ব্যয় করবেন তিনি। ৩ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিও বার্তাতে তামিল ভাষায় নিজের দুঃখ প্রকাশ করেছেন তিনি। তাতে অবশ্য অনেকটাই মন গলেছে ভক্তদের।




এই ছবির ক্রেজ এতোটাই যে এই রাজ্য তথা পশ্চিমবঙ্গের সিনেমাহল গুলিতেও ভীড় বেড়েই চলেছে ৷ যদিও ভক্তদের অনেক স্থানেই মনে হয়েছে প্রথম পুষ্পা ছবির মতো এতোখানি সুনিপুন করতে পারেনি পরিচালক ৷ বেশ কিছু স্থানে এই ছবিতে খামতি থেকে গিয়েছে ৷ তবে Allu Arjun কারিশমা দেখতে কৌতুহলি ভক্তদের কৌতুহল কমেনি তাতেও ৷  

Previous articleBus accident : যাত্রীবাহী বাসের কাঁচ ভেঙে ঢুকে গেল বিদ্যুৎ দপ্তরের গাড়িতে থাকা বাঁশের সিঁড়ি
Next articleLakshmi Bhandar : মহিলাদের সমস্যা সমাধানে লক্ষ্মী ভান্ডারের টাকায় জঙ্গলমহলের গ্রামে মহিলারা গড়লেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ক্লাব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here