Home Blog fake lover: নকল ফেসবুক অ্যাকাউন্ট,মহিলা কন্ঠস্বরে যুবককে প্রেমের ফাঁদে লক্ষটাকা হাতিয়ে পুলিশের...

fake lover: নকল ফেসবুক অ্যাকাউন্ট,মহিলা কন্ঠস্বরে যুবককে প্রেমের ফাঁদে লক্ষটাকা হাতিয়ে পুলিশের জালে যুবক

49
0

 

দাসপুর: যুগের সাথে তালে তাল
মিলিয়ে বেড়েছে প্রেমের বাহার
, এমন কী ভালোবসার জন্য প্রেমিক রা সাত
সমুদ্র তেরো নদীও পার করতে পারে অনায়াশে। অবশেষে সেই প্রেম গিয়ে দাঁড়ালো পুলিশের
কাছে।

ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার
দাসপুর থানার
, যুবক হয়েও মহিলাদের নামে ফেসবুক প্রোফাইল তৈরি করে
যুবকদের ফাঁসানো। ফোন নাম্বার দেওয়া পরে মহিলাদের কন্ঠস্বরে কথাবার্তা বলে মোটা
টাকা হাতানোর গল্প। বেশ কিছুটা টাকা প্রতারিত হওয়ার পর প্রেমিক যুব
ফাঁদ পেতে ধরলেন মহিলা কন্ঠী যুবককে। তুলে দিলেন পুলিশের হাতে।

জানাযায় চন্দ্রকোনা থানার কদমতলা
এলাকার এক যুবক শঙ্খ মন্ডল
, পেশায় বিউটিশিয়ান, একটি মহিলার নামে ফেক ফেসবুক একাউন্ট খুলেছিল। সেই ফেক ফেসবুক একাউন্টের
নাম দেওয়া হয়
সুস্মিতা সুস্মিতা
অবশেষে সেই সুস্মিতা সুস্মিতা ফেসবুক একাউন্ট থেকেই এক যুবককে প্রথমে মেসেজ এবং
পরে নাম্বার দেওয়া নেওয়া হয়। দুজনের মধ্যে চলে প্রেমের কথাবার্তা। অবশেষে সেই
কথাবার্তায় মজে গিয়েই পেশায় স্বর্ণ কারিগর দাসপুরের যুবক  প্রেমিকার শরীর খারাপ জানতে পেরে  ৯০ হাজার টাকা দিয়ে ফেলে।

 এইভাবেই বেশ কয়েকদিন চলার পর  দাসপুরের যুবক বুঝতে পারে যে সে প্রতারিত
হয়েছে।
তাই
পুনরায় টাকা দেওয়ার নাম করে ফাঁদ পাতে ৷ অন্যদিকে মহিলা কন্ঠী জানায়- তার ভাইকে পাঠাচ্ছে
টাকা আনতে ৷ সেই মতো রাতে টাকা আনতে যেতেই তাকে আটকে দেয় প্রমিক যুবক ৷ চাপ দিতেই বেরিয়ে
আসে সব তথ্য ৷ অবশেষে 
শুক্রবার রাতে দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।  দাসপুরের প্রতারিত  যুবক ফাঁদ পেতে প্রেমিকাকে ধরে দাসপুর থানায়
তুলে দেয়। দাসপুর থানায় লিখিত অভিযোগ ও দায়ের করে ওই যুবকের বিরুদ্ধে। যুবক
হয়েও মেয়ে সেজে প্রতারণার ঘটনায়  
রীতিমতো চঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।




Previous articleRail incident: যাত্রী নিয়ে হওড়ার উদ্দশ্যে বেরিয়ে গতি বাড়াতে যেতেই লাইনচ্যুত মেদিনীপুর হওড়া লোকাল
Next articleCM meeting: সাত দিনের নোটিশে মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা,সময়ের আগে বন্ধ হল ট্রেড ফেয়ার, রাত জেগে তৈরি হচ্ছে রাস্তা-সভা মঞ্চ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here