Home Kharagpur Live excise raid: পিংলায় আবগারি দপ্তরের অভিযান, ২০০০ লিটার চোলাই তৈরীর উপকরণ নষ্ট

excise raid: পিংলায় আবগারি দপ্তরের অভিযান, ২০০০ লিটার চোলাই তৈরীর উপকরণ নষ্ট

41
0

PINGLA : লুকিয়ে রমরমিয়ে চলছিল চোলাই মদের কারবার। অভিযোগ, দূষিত হচ্ছিল এলাকার পরিবেশ। চোলাই ঠেক বন্ধের দাবি স্থানীয়দের। ঠেক ভাঙতে অভিযান চালালো আবগারি দপ্তর। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের বেশ কয়েকটি এলাকায় দিনভর অভিযান চালালো সবং সার্কেলের আবগারি দপ্তর।

এদিন সবং সার্কেলের আবগারি দপ্তরের ওসি মমতাজ খাতুনের নেতৃত্বে অভিযান চলে। পিংলার ছোটোখেলনা, বড়খেলনা, পাইকচক, কাঁটাপুকুর, গোবর্ধনপুর সহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। ১৫০ লিটার চোলাই এবং ১৭০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ নষ্ট করা হয়। পাশাপাশি বাখর ৫ কেজি এবং চোলাই তৈরীর হাঁড়ি ১২ টি বাজেয়াপ্ত করা হয়েছে। নিয়মিত অভিযান চালানোর দাবি তুলছেন স্থানীয়রা।

সবং সার্কেলের ওসি মমতাজ খাতুন বলেন, “আমরা গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকাগুলিতে যায়। যারা জড়িত তারা পলাতক। সবং এবং পিংলা জুড়ে লাগাতার অভিযান চলবে।”

Previous articleMadhyamik Exam: ভি ভি আই পি যত্ন, হুটার বাজিয়ে এসকর্টে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর
Next articleCCTV : মাটির বাড়িতেও লুকনো সিসিটিভি ! চোরের কীর্তি ফাঁস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here